× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ভেঞ্চারে মার্কেন্টাইল ব্যাংকের বিনিয়োগ

২২ জানুয়ারি ২০২৬, ১৭:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’-তে ১০ কোটি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


স্টার্টআপ বিনিয়োগ উদ্যোগটির গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি’র পরিচালক নওশাদ মোস্তফার কাছে চেকটি হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন।


এসময় এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী ও ব্যাংকের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে এবং দেশের টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবদান রাখবে।


উল্লেখ্য, ইতঃপূর্বে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে স্টার্টআপ বিনিয়োগ বিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গণমাধ্যম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.