× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডোমারে উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ

আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :

২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

 নীলফামারী জেলার ডোমার উপজেলায় উত্তম কৃষি চর্চা (গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস—GAP) সার্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) শাহিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চা অনুসরণ, কীটনাশকের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং GAP সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.