ছবি: সংবাদ সারাবেলা
নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) গ্রাহক ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য চার্জ-ফ্রি দুটি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। নতুন প্রোডাক্ট দুটির নাম “কমিউনিটি প্রবাস সঞ্চয়” ও “কমিউনিটি প্রবাস প্রিয়জন”। ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রোডাক্ট দুটির উব্দোধন করা হয়।
ব্যাংক জানায়, প্রবাস থেকে প্রেরিত আয়ের নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করতে স্থানীয় মুদ্রায় এসব প্রোডাক্ট চালু করা হয়েছে। এনআরবি গ্রাহক এবং দেশে বসবাসকারী প্রবাসী আয়গ্রহীতা পরিবারের পরিবর্তিত আর্থিক চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সুবিধাসহ প্রোডাক্ট দুটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) ও কমিউনিটি ব্যাংকের পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা); অ্যাডিশনাল ডিআইজি ও কমিউনিটি ব্যাংকের পরিচালক জনাব আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা) এবং কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব সৈয়দ রফিকুল হকের উপস্থিতিতে সম্মেলনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত প্রোডাক্ট দুটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রোডাক্ট হেড, ডিভিশনাল হেড এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে কিমিয়া সাআদত বলেন, এ উদ্যোগ প্রবাসী আয়ভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি অংশগ্রহনমূলক এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানে কমিউনিটি ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্রাটেজিক বিজনেস ইউনিট বিভাগের হেড এস কে পারভেজ মারেকার বলেন, কমিউনিটি প্রবাস সঞ্চয় মূলত এনআরবি গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি সেভিংস অ্যাকাউন্ট। এর মাধ্যমে বিদেশে অর্জিত আয় নিরাপদ, দ্রুত ও সুবিধাজনকভাবে দেশে প্রেরণ ও স্থানীয় মুদ্রায় সঞ্চয়ের সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি এনআরবি গ্রাহকদের আর্থিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, কমিউনিটি প্রবাস প্রিয়জন প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের জন্য একটি বিশেষ সঞ্চয় ও বিনিয়োগভিত্তিক সমাধান। এর মাধ্যমে গ্রাহকেরা প্রেরিত অর্থের একটি অংশ নিরাপদে সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন; যা দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, উভয় পণ্যের আওতায় গ্রাহকেরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যের জীবনবীমা সুবিধা, চার্জ-ফ্রি অ্যাকাউন্ট সুবিধা, প্রতিযোগিতামূলক মুনাফা হার এবং সারা দেশে ৫শ’র বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ডিসকাউন্ট সুবিধা পাবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
