ছবি: সংবাদ সারাবেলা
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের SHSS কনফারেন্স রুমে সফলভাবে আয়োজন করেছে আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ – স্প্রিং ২০২৬। গবেষণা ও উপস্থাপনা ভিত্তিক এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চেন্সেলর প্রফেসর নাসের উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটির আলোচক ছিলেন অফিস অফ রিসার্চের ডিরেক্টর প্রফেসর নরম্যান কেনিথ সোয়াজো। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিজ্ঞানের প্রভাষক পরমা সুভা মোস্তাফিজ।
মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণার মৌলিকতা বজায় রেখে ধারাবাহিকভাবে একাডেমিক চর্চা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থাপিত গবেষণাগুলোর পদ্ধতিগত দিক ও গবেষণার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যৎ একাডেমিক প্রকাশনার ওপর গুরুত্বারোপ করেন।
এই আয়োজনে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, গবেষক এবং গবেষণা ও প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী। তারা হলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. কৌশিক শাহরিয়ার, ইংরেজি এবং আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম, এবং গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অত্রিয়া ওরিয়ান। কৌশিক শাহরিয়ার উপস্থাপন করেন “আইন সবার জন্য সমান, কিন্তু কিছু মামলা বেশি গুরুত্বপূর্ণ: বাংলাদেশের বিচারব্যবস্থায় অগ্রাধিকারভিত্তিক আইনি বিষয়’ বাস্তবায়ন” বিষয়ে তার গবেষণাপত্র।” জারিন তাসনিমের উপস্থাপনার বিষয় ছিল “বাংলাদেশের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকের গঠন ও স্পষ্টতা: একটি তুলনামূলক বিশ্লেষণ”। অত্রিয়া ওরিয়ান উপস্থাপন করেন তার বিশ্লেষণধর্মী গবেষণাপত্র “মিডিয়ার টেকসইতা বনাম মিডিয়ার স্বাধীনতা: বাংলাদেশি সাংবাদিকতার রাজনৈতিক অর্থনীতি বিশ্লেষণ”।
উপস্থাপনা পর্ব শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারীরা গবেষণাপত্রগুলোর ওপর মতামত প্রদান ও প্রশ্ন উপস্থাপন করেন, যা অনুষ্ঠানে একটি প্রাণবন্ত ও প্রণোদনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।
সমাপনী বক্তব্যে বিশেষ অতিথি প্রফেসর নাসের উদ্দিন আহমেদ উপস্থাপকদের অভিনব গবেষণা প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি তিনজন উপস্থাপকের গবেষণাপত্রের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন এবং প্রতিটি গবেষণার বিষয়ে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন। পরিশেষে, অংশগ্রহণকারী উপস্থাপকদের হাতে কৃতজ্ঞতা সনদ প্রদান করা হয় তাদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
