× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনালে

৩১ জানুয়ারি ২০২৬, ১৫:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনালে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণ উদ্যোক্তাদের একত্রিত করে আন্তঃবিশ্ববিদ্যালয় উদ্যোক্তা প্রতিযোগিতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। 

সাউথইস্ট ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় ও গোল্ড কিনেন, কৃষিবিদ গ্রুপ, এআইএ ভেঞ্চারস লিমিটেড, ও নূর ইউনিক বিল্ডার্সের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

আইডিয়াকে বাস্তবায়নযোগ্য স্টার্টআপে রূপান্তরের লক্ষ্যে পরিকল্পিত ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চারটি রাউন্ড এনভিশন, ইভলভ, এক্সিকিউট ও ইমার্জ এর মাধ্যমে যাচাই করা হয়। প্রতিটি ধাপে তাদের কৌশলগত চিন্তাভাবনা, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা কঠোরভাবে যাচাই করা হয়।

গ্র্যান্ড ফিনালেতে ছয়টি ফাইনালিস্ট দল তাদের স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে সম্মানিত বিচারক প্যানেলের সামনে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেয়ারট্রিপ এর প্রতিষ্ঠাতা মি. কাশেফ রহমান, ক্রিমসন কাপ কফি বাংলাদেশ এর সহ প্রতিষ্ঠাতা মি. রেহানুর রহমান এবং চালডাল পিএলসি এর প্রতিষ্ঠাতা মি. জিয়া আশরাফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও এনএসইউ’র প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, এবং এনএসইউ ইয়েস ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর জনাব মির্জা এম. ফেরদৌস। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

মূল্যায়ন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর টিম কর্ম চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়। তারা ইকুইটি মুক্ত সিড ফান্ড হিসেবে ৳২,৫০,০০০ টাকা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা–কক্সবাজার রাউন্ড-ট্রিপ বিমান টিকিট, গোল্ড কিনেন-এর পক্ষ থেকে ২ গ্রাম স্বর্ণের বার, পাশাপাশি মেন্টরশিপ ও ইনকিউবেশন সহায়তা অর্জন করে।

প্রথম রানার্স-আপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দল টিম মুড়ি মাখা। তারা ৳১,৫০,০০০ টাকা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা–সিলেট রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং গোল্ড কিনেন এর সৌজন্যে ১ গ্রাম স্বর্ণবার।

দ্বিতীয় রানার্স-আপ নির্বাচিত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর টিম ডিফল্টার্স, যারা অর্জন করে ৳১,০০,০০০ টাকা, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা–চট্টগ্রাম রাউন্ড-ট্রিপ বিমান টিকিট এবং গোল্ড কিনেন এর পক্ষ থেকে ১ গ্রাম স্বর্ণবার।

এন্ট্রেপ্রেট সিজন ৩ এর মাধ্যমে এনএসইউ ইয়েস! আবারও শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, এক্সপোজার ও বাস্তব অভিজ্ঞতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতে বাংলাদেশের ব্যবসা ও উদ্ভাবনের গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.