সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মরহুম মুহিতের ছোট ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মরহুম মুহিতের রুহের মাগফিরাত কামনা করেন, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং একইসাথে মরহুম মুহিতের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
তিনি মরহুম মুহিতের অসাধারণ ব্যক্তিত্ব, মানবিক গুণাবলী, দেশপ্রেম এবং বর্ণাঢ্য কর্মজীবনে দেশ ও জনসাধারণের কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।