× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদের ছুটি শেষেও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারবে মানুষ: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ মে ২০২২, ০৬:৫০ এএম । আপডেটঃ ০৫ মে ২০২২, ০৬:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষেও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারবে মানুষ বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রা খুব ভালো হয়েছে। সারাদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করেছেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছেন তারা। সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। 

ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে যাওয়া ব্যক্তিরা সফল হতে পারেনি উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আল্লাহর রহমতে এবং সরকারের সময়োপযোগী নানা পদক্ষেপের কারণে মানুষ ভালোভাবে ঈদ করতে পেরেছেন।

তিনি বলেন, মানুষ সচেতন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরত অন‍্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করছে। নৌপথে ঢাকা ফেরাটাও স্বাচ্ছন্দ্যের হবে মানুষের।

ফেরিরুটে দৌলতদিয়া ঘাট ব‍্যবহার করার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কালবৈশাখীসহ অন‍্যান‍্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়া সতর্ক সংকেত মেনে চলতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.