× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ ও বুলগেরিয়া

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২২, ১০:০৪ এএম । আপডেটঃ ১১ মে ২০২২, ১০:০৫ এএম

এলিওনোরা দিমিত্রোভা ও ড. এ কে আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ ও বুলগেরিয়া। দেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বুলগেরিয়া অন্যতম একটি দেশ। দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে এই দুই দেশ। 

এ উপলক্ষে বুলগেরিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা দিমিত্রোভা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে অংশগ্রহণ করেন। 

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা।

বৈঠকে নিজ দেশের পোশাক শিল্পখাতে বাংলাদেশি পোশাকশ্রমিকের শ্রম প্রয়োজন বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ উদ্যোগের প্রশংসা করেছেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্যবসায়িক সম্পর্কে আরও বুলগেরিয়ার সহযোগিতা কামনা করেছেন। বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে বলে বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে অবগত করেছেন। বুলগেরিয়ার রাষ্ট্রদূত তার দেশ থেকে ভোজ্যতেল (সূর্যমুখী তেল), ভুট্টা ইত্যাদি আমদানির করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.