× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সহজকে সতর্ক করল রেলমন্ত্রী

১৩ মে ২০২২, ০২:১৭ এএম

ট্রেনের টিকিট ইস্যুতে ত্রুটি থাকায় সহজ-সিনেসিস-ভিনসেন্ট জয়েন্ট ভেঞ্চারকে সতর্ক করেছে রেলপথ মন্ত্রণালয়।

এই অপারেটরের বিরুদ্ধে স্টেশন থেকে আয় এবং বিক্রয়লব্ধ টাকা যথাসময়ে রেলওয়ের কোষাগারে জমা না দেয়ার অভিযোগও উঠে এসেছে ।

বৃহস্পতিবার রেলভবনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সতর্ক করা হয়।

সহজের টিকিট বিক্রির বিষয়টি পর্যালোচনা করতেই এই সভা আয়োজন করা হয়। সভায় সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, জেনারেল ম্যানেজার সগির আহমেদ রবিনও উপস্থিত ছিলেন।

সভার কার্যপত্র অনুযায়ী, অপারেটর প্রতিষ্ঠানের ইস্যু করা ঈদযাত্রার কিছু টিকিটে যাত্রা ও গন্তব্য স্টেশন এবং সময়ে ভুল ছিল। বন্ধ ট্রেন ও চলাচল না করা বগির টিকিটও ইস্যু করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, কাউন্টার, অনলাইন ও অ্যাপে টিকিট বিক্রি করতে হবে। কিন্তু সহজ এখনও অ্যাপ তৈরি করেনি। সভায় জুনের মধ্যে অ্যাপ তৈরি করতে বলেছেন রেলমন্ত্রী।

১৫ বছর ট্রেনের টিকিট বিক্রির দায়িত্ব পালন করে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। দরপত্র জটিলতা ও আইনি লড়াইয়ের পর গত ২৫ মার্চ থেকে দায়িত্ব নেয় সহজ। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তাদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.