× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গোসাগরে ২৩ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

বরগুনা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ০৬:৫১ এএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ২৩ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরন করেছে জলদস্যুরা। এরা সবাই লক্ষীপুর থেকে আসা এফবি সাইফুল নামে একটি মাছ ধরার ট্রলারের জেলে ছিলেন। সকালে এ অপহরণের ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, লক্ষ্মীপুরের ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানা এফবি সাইফুল ট্রলারে করে ২৩ জেলে বঙ্গোপসাগরের মাছ ধরছিলো। একপর্যায়ে শনিবার (১৫ জানুয়ারী) ভোরের দিকে ১৫/২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী ট্রলারে আক্রমন করে। ট্রলারে থাকা জ্বালানী, মুল্যবান সমগ্রী লুট করে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার দুপুরে দিকে ট্রলার মালিক মাহফুজ মিয়ারবকাছে মোবাইল ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। এরপরই বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়। তবে এখন পর্যন্ত দস্যুবাহিনীর নাম জানা যায়নি।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুনর রশীদ বলেন, দুপুরের দিকে এ রকমের একটি ঘটনা আমরা শুনেছি। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। সাগরে আমাদের কয়েকটি টিম টহল দিচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.