× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ প্রবেশের অভিযোগে মহেশপুরে আটক ২২

মহেশপুর প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২২, ০৭:০৭ এএম

চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। ভোরে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কানাইডাঙ্গা এলাকা থেকে ১৩জন পুরুষ,৪ জন নারী ও ৫ জন শিশুকে আটক করে। পরে আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করেছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার ভোর রাতে চোরাই পথে ভারতে যাওয়ার সময় সীমান্তের কানাইডাঙ্গা  গ্রামের জিনারুল ইসলামের মেহগনী বাগান থেকে খুলনা জেলার এরশাদ আলী গাজীরের ছেলে আনোয়ার গাজী (৩৫),স্ত্রী সখিনা বেগম (৩০), মেয়ে রুকাইয়া গাজী (০৩), ছেলে আব্দুল্লাহ (০২), যশোর জেলার বিরাট সমাজ পতীর স্ত্রী শিখা রাণী সমাজ পতী (৪০), মেয়ে রিয়া সমাজ পতী, ছেলে তীপ্ত সমাজ পতী, ইয়াকুব আলীর ছেলে জিয়াউর রহমান (৪৭), নড়াইল জেলার শাহাদাৎ হোসেনের  মেয়ে আন্না (৩০), বাগেরহাট জেলার চিত্তরঞ্জন মন্ডলের স্ত্রী উষা রাণী মন্ডল (৬০), যশোর জেলার বেনাপোলের কেরামত মন্ডলের ছেলে আলম মন্ডল (৪৭), একই স্থানের লালচান মিয়ার ছেলে সুমন মিয়া (১৭), সিলেট জেলার কৃষ্ণহরণ দাসের ছেলে খোকন দাস (৪১) সাহাবুদ্দিন এর ছেলে সাইফুলআলম (৩০),সুনামগঞ্জ জেলার আব্দুল কুদ্দস মিয়ার ছেলে সেবুল মিয়া (২০),গোপালগঞ্জ জেলার গকুল বাওয়ালীর ছেলে তপন বাওয়ালী (২৩),রুহুল আমিন এর ছেলে হুমায়ূন কবীর (৪৪)ফরিদপুর জেলার সালাম মিয়ার ছেলে রাজা (৪০), কাজী সিরাজুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৩), কক্সবাজার জেলার আহম্মেদ এর ছেলে জমির আহম্মেদ (৩০)। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুটিপাড়া গ্রামের আব্দুল আজিজ শেখ এর ছেলে রাকিবুল ইসলাম (৩১) আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.