× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৮ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮ পিএম

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে প্রথম পর্বের তিন দিনে ৮ মুসল্লি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুরে সিটি এসবি টঙ্গী জোনের এএসআই মো. মনির উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।  খবর বাসসের

রোববার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ, বার্ধক্যজনিত রোগে এবং  শ্বাসকষ্টজনিত কারণে গত তিন দিনে ইজতেমা ময়দানে তাদের মৃত্যু হয়। পরে তাদের প্রত্যেকের জানাজা নামাজ টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়।

মৃত্যুবরণকারীরা হলেন, সিলেট জেলার জয়ন্তপুর থানার হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার যাত্রবাড়ী থানার উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মো. আক্কাস আলী (৫০),  ঢাকার বংশাল রোডের ১১২, কাজী আলাউদ্দিন রোড়ের বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৭১), খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), ঢাকার বাসিন্দা ছমির উদ্দিন (৭২) ও  নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে মো হাবিবুর রহমান হবি (৬৯)।

ইজতেমায় এখন পর্যন্ত গত তিন দিনে ৮  মুসল্লির মৃত্যু হলো। পরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.