সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই জমিতে আখ ও আলু ফসল এক সাথে আবাদ করা হচ্ছে। উপজেলার শিমলা মাঠে প্রায় চল্লিশ বিঘা জমিতে জনা দশেক কৃষক আখের সাথী ফসল হিসেবে আলু ফসল আবাদ করছেন।
উপজেলার বাঙ্গালা শিমলা চড়কতলা মাঠে এবারে প্রথম জনা দশেক কৃষক একই জমিতে আখ ও আলু ফসল আবাদ শুরু করেছেন। এরা জমিতে একই সময়ে আখের চারা ও বীজ আলু লাগিয়েছেন।
সরেজমিনে মাঠটিতে গিয়ে দেখা গেছে, এরই মধ্যে লাগানো আখের চারা গজিয়েছে। এছাড়া আলু চারা সবে গজাচ্ছে। সারি করে দুফসলের চারা ও বীজ লাগানো হয়েছে।
কৃষক জাফর আলী প্রায় দেড় আর আকতার আলী এক বিঘা পরিমাণ জমিতে এর আবাদ করেছেন। গত বছর একজন কৃষক জাফর আলী সাথী ফসল হিসেবে আখ ও আলু আবাদ করেছিলেন। তিনি এর আবাদ করে বেশ টাকা আয় করেছিলেন। তার দেখাদেখি এবারে জনা দশেক কৃষক করেছেন।
কৃষক জাফর আলী বলেন, আলু ফসল কম সময়ের মধ্যে হয়। অনেক আগেই তোলা হয়। আর আখ ফসল সাত থেকে নয় মাসের মধ্যে কাটা হয়। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সরাসরি জমি থেকে আখ কিনে নিয়ে যান।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন,একই জমিতে একই সময় দু'ফসলের আবাদ জমির সর্বোচ্চ ব্যবহার আবাদকারী কৃষকেরা বেশি লাভবান হবেন।