× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় সাথী ফসলে আখের সাথে আলু চাষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২৩, ১৫:১৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই জমিতে আখ ও আলু ফসল এক সাথে আবাদ করা হচ্ছে। উপজেলার শিমলা মাঠে প্রায় চল্লিশ  বিঘা জমিতে জনা দশেক কৃষক আখের সাথী ফসল হিসেবে আলু ফসল আবাদ করছেন। 

উপজেলার বাঙ্গালা শিমলা চড়কতলা মাঠে এবারে প্রথম জনা দশেক কৃষক একই জমিতে আখ ও আলু ফসল আবাদ শুরু করেছেন। এরা জমিতে একই সময়ে আখের চারা ও বীজ আলু লাগিয়েছেন। 

সরেজমিনে মাঠটিতে গিয়ে দেখা গেছে, এরই মধ্যে লাগানো আখের চারা গজিয়েছে। এছাড়া আলু চারা সবে গজাচ্ছে। সারি করে দুফসলের চারা ও বীজ লাগানো হয়েছে।  

কৃষক জাফর আলী প্রায় দেড় আর আকতার আলী এক বিঘা পরিমাণ জমিতে এর আবাদ করেছেন। গত বছর একজন কৃষক জাফর আলী সাথী ফসল হিসেবে আখ ও  আলু আবাদ করেছিলেন। তিনি এর আবাদ করে বেশ টাকা আয় করেছিলেন। তার দেখাদেখি এবারে জনা দশেক কৃষক করেছেন। 

কৃষক জাফর আলী বলেন, আলু ফসল কম সময়ের মধ্যে হয়।  অনেক আগেই তোলা হয়। আর আখ ফসল সাত থেকে নয় মাসের মধ্যে কাটা হয়। বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সরাসরি জমি থেকে আখ কিনে নিয়ে যান।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন,একই জমিতে একই সময় দু'ফসলের আবাদ জমির সর্বোচ্চ ব্যবহার আবাদকারী কৃষকেরা বেশি লাভবান হবেন। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.