× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড়ে ড্রাগন চাষে সফলতা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৩, ১৫:০২ পিএম

পাহাড়ে দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি ফল ড্রাগনের চাষ। পাহাড়ি জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল ড্রাগনের চাষ করে সফল হয়েছেন নুর আলম। 

শাইখ সিরাজের কৃষির অনুষ্ঠান দেখে আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হবার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে ১৩ একর জমি ক্রয় করেছেন নুর আলম। ক্রয়পূর্বক জমি প্রস্তুত করে একই বছর থেকে ড্রাগনসহ মিশ্র ফলের বাগান শুরু করেন তিনি।

নুর আলম দীর্ঘ বছর ধরে আইটি সেক্টরে সৌদি - বাংলাদেশে কাজ করতেন। থাকেন ঢাকার শ্যামলীতে। আত্মীয়তার সম্পর্কে পাহাড়ে এসে প্রকৃতির প্রেমে পড়ে যান তিনি। মাটিরাঙ্গা কৃষি বিভাগের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রেখে ড্রাগন চাষ শুরু করেন নুর আলম। 

২ একর জমিতে ড্রাগন চাষ শুরু করেন ২০২০ সালের জুন মাস থেকে। বর্তমানে ২২শত পিলারে চার প্রজাতির ড্রাগন চাষ করছেন তিনি। তার মধ্যে ইয়েলো, আমেরিকান বিউটি, তাইওয়ান রেড, থাই হোয়াইট উল্লেখযোগ্য। 

সরেজমিনে দেখা যায়, গাছে গাছে সারি সারি ড্রাগন ফুল ও বাহারি বর্ণের ফল। তবে দিনের দৃশ্য থেকে রাতের দৃশ্য আরো অপরুপ, দেখ যেন মনে হয় বাগানে বিদ্যুতের আলো জ্বল জ্বল করছে। আসলে আলো পেলে সেগুলো দেখতে এরকমই লাগে। 

মাত্র ৪ বছরের ব্যবধানে সবকটি ড্রাগন গাছে ফলন এসেছে, বিক্রিও হয়েছে আশানুরূপ। এবার সিজনের শেষ সময় হলেও সর্বমোট ৭হাজার কেজি ড্রাগন পাইকারি খুচরায় প্রায় ১২ লাখ টাকা বিক্রি করেন সফল উদ্যেক্তা নুর আলম। 

এদিকে তার বাগানে এখন বারোহি, আজওয়া, মিটজল ও আম্বারসহ বিভিন্ন জাতের খেজুরের গাছ রয়েছে তাতে অর্ধেক গাছেই ইতিমধ্যে ফল ধরেছে। এ বছর প্রায় দুই লাখ টাকার খেজুর বিক্রি করেছেন তিনি।

এদিকে এ বাগানে, চাইনিজ কমলা গাছ, রামভুটান, লংগান, লটকন, মিয়াজাকি আম, গরুমতি, ভিয়েতনামি মাল্টা, কাটিমন আম, মিশরীয় মাল্টা, রিং মাল্টা, আলুবোখারা, আপেল, নাসপাতি, এ্যাভোকেটর, ব্লাক আম্বর ও ঝাড় লেবু, ক্যান্সার প্রতিরোধক কেরোসল রোপন করা হয়েছে এই বাগানে। 

নুর আলম বলেন, কৃষি বিষয়ের প্রতি বেশ আগ্রহ ছিল বলেই আমি মনে প্রাণে গুরুত্বদিয়েই কাজটি করি। আমার সফলতা আমাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করে। ড্রাগন চাষে নতুন জাতের আমদানিসহ বিল্পব সৃষ্টি করবেন বলে তিনি জানান। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, ড্রাগন একটি উচ্চমূল্যের ফসল। মাটিরাঙ্গায় প্রতি বছর ড্রাগন ফলের চাষ বাড়ছে। বাজারে ড্রাগন ফলের প্রচুর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি। ড্রাগন চাষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.