বাড়ছে মানুষ, কমছে কৃষি জমি। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে নির্ভরতা বাড়ছে কৃষির ওপর। কিন্তু নির্ভরতা বাড়লেও বাড়ছে না ফসলি জমি। চাহিদার সাথে তাল মিলিয়ে কি ভাবে একই জমি থেকে অধিক কিংবা বারবার ফসল পাওয়া যায় ভাবতে হচ্ছে সেই ভাবনা। আর তাই তো কৃষি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় কমাতে নানা উদ্যোগ নিয়েছে বর্তমান কৃষিবান্ধব সরকার।
সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৎপরতায় এ অঞ্চলে কমেছে পতিত জমির পরিমাণ। কৃষি প্রণোদনায় বিনামূল্যে বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও সার পেয়ে চাষাবাদে উৎসাহিত হচ্ছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। সব মিলিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ ও কৃষি প্রণোদনা সহায়তা এ অঞ্চলের কৃষিকে দিনকে দিন এগিয়ে নিচ্ছে সমৃদ্ধির পথে।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৮৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৭২৫ জন গম, ৫০৫ জন ভুট্টা, ২ হাজার ৩২০ জন সরিষা, ৫৫ জন সূর্যমুখী, ৮৫ জন চিনাবাদাম, ৫০ জন পেঁয়াজ, ৩৫ জন মুগ, ৩৫ জন মসুর ও ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে খেসারির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবি মৌসুমের পাশাপাশি চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো মৌসুমে চাষাবাদের জন্য ৩ হাজার ৭০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭২০ জন কৃষকের মাঝে উফসী জাতের ধান বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হবে। সরকারি সহায়তা বিতরণ ছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহী করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের খেতের পরিচর্যায় প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও দাবি কৃষি অফিসের।
কৃষি অফিসের এমন দাবির সত্যতাও মিলেছে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে। দেখা গেছে, আমনের ফসল ঘরে তোলার পরপরই জমি পতিত না রেখে একই জমিতে রবি মৌসুমের চাষাবাদে ঝুঁকেছেন কৃষকরা। গম, সরিষা, ভুট্টা, আলু সহ নানান ফসল চাষাবাদের ব্যস্ততা এখন মাঠে-প্রান্তরে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা জানিয়েছেন, আগে বছরে দু'বার জমিতে শুধু ধানের আবাদ করতেন। এখন কৃষি অফিসের পরামর্শ নিয়ে একই জমিতে বারবার ফসল ফলান তারা। প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পেয়ে চাষাবাদে বাড়তি সুবিধা হচ্ছে বলে জানিয়েছেন প্রণোদনার সুবিধাভোগি কৃষকরা।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন জানান, চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১ হাজার ৩১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও একই জমিতে বারবার ফসল উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh