× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:  বাজারে ডিমের দাম বাড়তি হতে পারে তাই বলে ভুলেও আপনার সোনার ডিমপাড়া হাঁসটির পেট কেটে ফেলবেন না। এই মুহূর্তে ধৈর্য্য ধারণ করুন। রাস্তা পার হওয়ার আগে দুইপাশে তাকিয়ে সময় নষ্ট না করে সোজা হেঁটে চলে যান। পছন্দের জামাটা কিনে ফেলুন। তবে হ্যাঁ মনে অনেক কথা জমে থাকলেও সেগুলো উগরে দেওয়ার আগে রাস্তা পার হওয়ার সময় বাঁচানো সময়টা কাজে লাগিয়ে দুই চারবার ভাবুন। শুভ সংখ্যাঃ ৩, ৮, ৫০০। শুভ রংঃ অফ হোয়াইট।

বৃষ [২১ এপ্রিল-২০ মে] : চাটুকাররা ঘিরে ধরতে পারে। তবে মেজাজ হারানোর কিছু নেই। হৃদরোগের সম্ভাবনা আছে। তবে ভয় পাবেন না। আপনাকেও যেন ভয় না পায় ধীরে ধীরে সেভাবে নিজেকে গড়ে তুলুন। জমে থাকা জঞ্জাল দ্রুত পরিষ্কার করুন। অর্থাভাব কেটে যাবে। তবে স্বস্তির নিঃশাস ফেলবার আগে চোখ কান খোলা রাখুন। ঘুম কম হবে। শুভ সংখ্যাঃ ০, ৭, ১৫। শুভ রংঃ লাল।

মিথুন [২১ মে-২০ জুন] :  দিনের শুরুতে মৃদু বর্ষণ, আকাশ থেকে হোক কিংবা চোখ, ছাতা টা বন্ধ রাখুন। বন্ধুদের কারণ ছাড়াই শুভেচ্ছা জানান। আজকে যত পারুন মিষ্টি জাতীয় খাবার খান। কালকের দিন যে তেতো হবে না তার কি গ্যারান্টি? তবে বিভ্রান্তিতে কাটানোর সময় আপনার হাতে নেই। কর্মক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজের কাছে হেরে যাবেন না। শুভ সংখ্যাঃ ১, ১১, ১১১। শুভ রংঃ সবুজ।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: প্রিয় গানটি শুনতে আগের মত লাগছে না? বিরতি নেবার প্রয়োজন নেই। ভিন্ন পরিবেশে, ভিন্ন সময়ে পুরনো সেই প্রিয় গানটাই আবার শুনুন। ড্রয়ারে ফেলে রাখা কটকটে রঙের কাপড়টি পরে ফেলুন আজ। মেজাজ হারান। মনে রাখবেন সবকিছু সবসময় আপনার হাতে না থাকলেও মেজাজটা পুরোপুরি আপনার হাতে। মাঝে মাঝে হারিয়ে গেলেও ক্ষতি নেই, হারালেও ক্ষতি নেই। তবে হিসাব রাখতে ভুলবেন না। শুভ সংখ্যাঃ ৩,৪,৫। শুভ রংঃ সোনালী।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]:  বিপ্লবী চিন্তাচেতনার প্রয়োগ ঘটানোর আগে সময় সুযোগ মেপে নেওয়া জরুরী। আপনার সাদা রঙের পোশাকটা আজ পড়তে পারেন, তরকারির হলুদ, কিংবা চায়ের দাগ লেগে যাবার ভয় নেই। প্রত্যাশার চাপ ঝেড়ে ফেলবার প্রয়োজন নেই। সেগুলো পুনঃবিন্যাস করুন। লিভারের রোগ থেকে সাবধান। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ লাল।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]:  ভাবছেন ভাবুন, তবে আলস্য ঝেড়ে ফেলবার সময় হয়েছে। বিনিয়োগে সাফল্য আসবে। কাছের মানুষগুলো বরাবরের মতই নিরাশ করবে। কিন্তু তাদের কাছেই রাখুন। ধাতব অলংকার, আসবাবপত্র ও অন্যান্য ব্যবহার্য জিনিস পরিষ্কার করুন। তবে জং তুলতে গিয়ে রং তুলে ফেলবেন না যেন!। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালো।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] : তুলা রাশির জাতক/জাতিকাদের জন্য; সময়টা এখন আপনাদের। আর এখন যে আপনাদের সেই সময়ের সদ্ব্যবহারের অপেক্ষা করে আছে সাধু অসাধু দুই ধরণেরই মানুষ। তাই সাধু সাবধান। সময়টা নষ্ট করতে দেবেন না। তবে আপনার এই ভাল সময় আপনি কিভাবে ব্যয় করবেন সেগুলো ভেবেও সময় নষ্ট করবেন না। উপভোগ করুন, না পারলে চেষ্টা অব্যাহত রাখুন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ সাদা।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর] :  দরিয়ায় নাও ভাসানোর আগে ফুঁটো আছে কিনা দু'বার করে দেখে নিশ্চিত হয়ে নিন। পালে হাওয়া না লাগলে দাঁতে দাঁত চেপে বসে থাকুন। এই ফাঁকে ভিটামিন সি বেশি করে খান। নয়ত দাঁত ক্ষয়ে গেলে মুশকিল। মিতব্যায়ী হওয়ার ফল পাবেন। আজকে নিজের ঝুলি থেকে কিছু জ্ঞান দিন মানুষকে। সেক্ষেত্রে মিতব্যায়ী না হলেও চলবে। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ নীল।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর] : জট পাকিয়ে ফেলছেন সবকিছু? ধীরে ধীরে নিঃশ্বাস নিন। বাসাবাড়ির আশেপাশে চোখ রাখুন। পরিবর্তন লক্ষ্য করবেন। ঝগড়া-ঝঞ্ঝাট মেটাতে আপনার আজকের ছোট একটি  উদ্যোগ কালকে আপনাকে একধাপ এগিয়ে রাখবে। এভাবেই আগান। ধীরে। শুভ সংখ্যাঃ ২০০। শুভ রংঃ হলুদ।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] :  আজকে একটু দুঃশ্চিন্তা করতে পারেন চাইলে। মিলিয়ে নিন পুরনো হিসাব ঠিক আছে কিনা। অর্থসংকটে পড়ার সম্ভাবনা প্রবল। কাল বৃহস্পতিবারের জন্য দুঃশ্চিন্তা ফেলে রাখবেন না। ফুসফুসের যত্ন নিন। কুকুরের কামড় থেকে সাবধান। চাইলে একদিন চায়ে চিনি বেশি খেলেও খেতে পারেন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ গোলাপী।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]:  কাদায় এক পা পড়লে অতিরিক্ত আত্মবিশ্বাসে ধাই ধাই করে এগুতে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে যাবেন না যেন। কাদা ছোঁড়াছুঁড়ি থেকে চাইলেও দূরে থাকতে পারবেন না। তখন পড়ে গিয়ে গায়ে যে কাদা মাখিয়েছেন সেগুলো ব্যবহার করুন। বিনিয়োগের ব্যাপারে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আপনজনের সাথে মন খুলে ঝগড়া করুন। আজ আপনাদের জন্য ঝগড়া দিবস। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ আসমানী।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]:  আজকে অতশত না ভেবে পিঠে যেসব বোঝা আপনার গতি কমিয়ে দিচ্ছে সেসব ফেলে দিন। মায়া হতে পারে। তবে মায়া থাকুক, সেটা দূর না করলেও চলবে। আজকের জন্য খাবারে লবণ কম পড়তে পারে। সে নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। দ্রুত খেয়ে উঠে পড়ুন। সময় বের করে জমে থাকা বইটার দুটো পৃষ্ঠা হলেও পড়ে নিতে পারেন আজকে। শুভ সংখ্যাঃ ৯, ২৫। শুভ রংঃ কালো। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.