× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর ২০২৪, ০৯:০৮ এএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: গলাবাজদের আক্রমণের শিকার হতে পারেন আজ। কিভাবে ধীরে ধীরে ভীড়ের মাঝে হারিয়ে যাচ্ছেন টেরও পাচ্ছেন না। একটা ঘড়ি কিনুন। ও আচ্ছা সময় দেখতে পান ফোনে? অপেক্ষা করুন সমস্যা নেই ওটাও ভীড়ের মাঝে পকেট থেকে হারিয়ে যাবে। ভাজাপোড়া খাবেন প্রতিদিনের মত। আপনার রিজিক ওটা। আর হার্টের ডাক্তারের পকেটে যে টাকাটা যাবে, ওটাও কিন্তু তার রিজিকে লেখা আছে। শুভ সংখ্যাঃ ২। শুভ রং: ধূসর সবুজ।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: এক শ্রেণীর মানুষ আপনার ওপর বিরক্ত হতে পারে। যোগাযোগে জটলা পাকাবেন না। মাথার ভেতর যে বীজ বুনেছিলেন স্বপ্নের সেটা থেকে চারা গজিয়েছে, কিন্তু তাতে লোভের পানি ঢালছেন কেন? লোভ আপনার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে কার্পণ্য করবে না। শুভ সংখ্যাঃ ২৫। শুভ রং: সবুজ।

মিথুন [২১ মে-২০ জুন]: কিছু কিছু মানুষের জীবনে ভালবাসা চাওয়াটাই ভুল। গানটা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কানে বেজে উঠল। মধ্যদুপুর, ব্যস্ত সড়ক। গতকাল ২২ অক্টোবর ছিল জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চেয়ে পেয়েছেন? আচ্ছা বলুনতো নিরাপদ সড়ক মানে কি আপনি মাঝরাস্তা দিয়ে বোকার মত হাঁটতে থাকবেন, মাথায় কোনো গান বেজে উঠলে আপনি খেই হারিয়ে বিচ্ছিন্ন ভাবে হাঁটতে থাকবেন আর গাড়ীগুলো আপনার পাশ কাটিয়ে চলে যাবে? তাহলে ভাই আপনার জন্য আসলেই ভালবাসা চাওয়া ভুল। শুভ সংখ্যাঃ ৫। শুভ রং: পিতলের রং।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: আপনি কি সেটা অন্য কেউ ঠিক করে দিলে আপনার কাজ কি? খই ভাজতে পারেন? পারেন না? পপকর্ণ ভাজতে পারেন? আচ্ছা সেটা পারেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আপনি কি ভাবছেন, কি বুঝলেন? শুভ সংখ্যাঃ ০। শুভ রং: দেশি ঘুঘু পাখির পালকের রং।

 সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: এই ডিম এই ডিম! দূরপাল্লার বাসে ডিমওয়ালা উঠেছে? খেয়ে নিন একটা। লোভে লোভে দুটো খেয়ে নিচ্ছেন? হাফ বয়েলড? পলিথিন নিষিদ্ধ তাই কাগজের ঠোঙায় বমি করতে হবে কিন্তু! শুভ সংখ্যাঃ ২। শুভ রং: ফিরোজা।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: এই যে আপু/ভাইয়া এদিকে আসেন! আমাদের দোকানে আসেন! কমে পাবেন? কি খুঁজছেন? এদিকে আসেন। যান তো আপনি যে একটা ওয়ালেট খুঁজছেন যেটাতে কখনোই টাকা ফুরোবে না সেটা তাদের বলুন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রং: হলুদ।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: বিকল্প প্রস্তুত রাখুন। তবে সেটা যেন একমাত্র বিকল্প না হয়। ফ্যাটি লিভার কিনা চেক আপ করান। গরম পানির আশেপাশে গেলে সাবধান থাকবেন, গায়ে পড়তে পারে। শুভ সংখ্যাঃ ৩। শুভ রং: সোনালি।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বলছেন ভাট, খাছেন চাট, ভাঙছেন খাট, আয়নায় নিজেকে দেখে ভাবছেন কোথাকার কোন বড়লাট! সেলফ অবসেশন ভাল, সেটা সেলফ ডেভেলপমেন্ট এর কাজে লাগান। নইলে স্রেফ ক্লাউন হয়ে থাকতে হবে। শুভ সংখ্যাঃ ৪। শুভ রং: নীল।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]: আজ ঝগড়ায় মশলা মেশান ইচ্ছেমত। একদম উপমহাদেশীয় ঐতিহ্যবাহী খাবারগুলোর মত মশলায় ভরিয়ে দিন। তবে দেখবেন, সে মশলার ঝাঁজে নিজেকে যেন উড়ে যেতে না হয়। খাবার ফেলে না দিয়ে, অল্প করে নিন পাতে। বাইরে ময়লা ফেলার আগে, “এখানে ময়লা ফেলবেন, না ফেললে ৫০০ টাকা জরিমানা” লেখাটার যতিচিহ্ন দেখে নিন। কি? এই লেখাটার মতই ‘না’ এর আগে কমা দিয়েছে? বেশি! বেশি করে ময়লা ফেলতে হবে! যান ভাগাড় থেকে গিয়ে আরও ময়লা এনে এই রাস্তায় ফেলুন। এরা এখনো বাংলায় যতিচিহ্নের ব্যবহার শেখেনি বলে আপনাকে তো ময়লা ফেলে প্রতিবাদ জানাতেই হবে নাকি? শুভ সংখ্যাঃ ৩৫০। শুভ রং: সাদা।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: গতকাল বিজ্ঞাপন বাদ দিয়ে পরে খবর দেখেছিলেন? কি বলছে? ১২টাকার বেশি দামে দামে ডিম বিক্রি করলে সোজা হেল্পলাইনে ফোন দিতে? আপনি ডিম বেচেন না কেনেন? ফোনে ব্যালেন্স এবং জরিমানার টাকা দুই-ই সময়মত যেন থাকে। শুভ সংখ্যাঃ ১। শুভ রং:  কালো।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কালো মানেই যেমন ময়লা নয়…ওহহো এটা তো ২০২৪! ২০২৫ এসে পড়ল বলে। এরকম সময় এসে আপনারা তো সব বোঝেন। এটা বোঝেন না যে ভিটামিন বি১২ কেন আপনার শরীরের জন্য অপরিহার্য? শুভ সংখ্যাঃ ২+২=৫। শুভ রং: ধূসর।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: যমুনার জল দেখতে কালো নয়। সেটা আপনি যমুনার আশপাশের লোক হলে ঠিকই জানবেন। না হলে গিয়ে একদিন সময় করে দেখে আসুন। কোনটা ঘটনা কোনটা রটনা আপনার যাচাই বাছাই করতে হবে। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রং: সাদা।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.