দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: কানে কম শোনার সম্ভাবনা আছে। বিশেষ করে যখন কোনো একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে ডাকা হবে। অল্পের জন্য মিস করে যাবেন। সমস্যাটা কোথায়, কানে না মাথায়? না ভাগ্যে? খোঁজার চেষ্টা করুন। মাছ খাওয়ার সময় সাবধান থাকবেন আজকে। গলায় কাঁটা আটকে যেতে পারে। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ নীল।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: জনবহুল স্থানে অপদস্থ পারেন। মেজাজ নিয়ন্ত্রণে আনুন। ভিটামিন ডি এর অভাব যাচ্ছে। ভোরের দিকে একটু রোদ লাগাতে হবে গায়ে। মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলে, কাড়াকাড়ি করতে যাবেন না, ওতে খাবার পড়ে নষ্ট হয়ে যাবে। অপেক্ষা করুন। যা আপনার জন্য বরাদ্দ আছে সেটা কেউ কেড়ে নিয়ে গেলেও আবার আপনাকে পাতে দিয়ে যাবে। এক চামচ ঘি ও ঢেলে দিতে পারে সাথে। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ ঘিয়া।
মিথুন [২১ মে-২০ জুন]: টাকা লগ্নি করেছিলেন, সেখান থেকে সুখবর পাবেন। আচ্ছা আপনি যে হাঁটার সময় যেখানেই নিজের প্রতিফলন দেখেন সেখানেই দাঁড়িয়ে যান, চুলটা একটু ঠিক করেন, ভুঁড়িটা চেপে একটা ভাব নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভুঁড়িটা কমাতেও কিছু করেন না, আবার চুলের যত্নেও নেই মনোযোগ। বাৎসরিক কতটা সময় শুধু শুধু নিজের প্রতিবিম্ব দেখে সময় কাটাচ্ছেন সেটার একটা হিসাব করে দেখুন, সে সময়টা অন্য কোথাও কাজে লাগালে ভাল ফল পাবেন। শুভ সংখ্যাঃ ৮০। শুভ রংঃ আসমানী।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: পেটের পীড়ায় ভুগবেন। হোলফুড খান, প্রসেসড ফুড কিছুদিন বাদ থাকুক। ঝগড়ায় শুধু গলা টা উঁচিয়ে কথা বলবেন না। আপনিই জিতবেন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ হলুদ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]:আপনি যে কারো কথা শুনে প্যাসিভ এগ্রেসিভ সুরে ‘সেটাই, সেটাই’ করে যাচ্ছেন এতে শুধুশুধু ভুল বোঝাবোঝি হবে। আবার খুব একটা হাসি হাসি মুখ নিয়ে ‘তাই!’ তাই!’ করে যাচ্ছেন তাতেও ভাবতে পারেন আপনি তাঁর কথায় গুরুত্ব দিচ্ছেন না। হালকা মাথাটা নাড়িয়ে, ‘আচ্ছা…!’ আবার ভুঁরু উচিয়ে ঠোঁট উলটে আবারো ‘আচ্ছা…!” এভাবে চালান। কোনো ঝামেলা হবে না। শুভ সংখ্যাঃ ১২০০। শুভ রংঃ হলুদ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: পায়ের পাতার শক্ত চামড়া আস্তে আস্তে ব্লেড দিয়ে কেটে তুলে ফেলুন। গরম পানিতে লবণ দিয়ে তাতে পা চুবিয়ে বসে থাকুন। সংক্রামক রোগ বাঁধাবেন না সেখানে। চামড়া আবার শক্ত হতে হতে এক-আধদিন লাগবে, এরমধ্যে রোগজীবাণু, ধারালো জিনিস থেকে পা বাঁচিয়ে চলুন। শুভ সংখ্যাঃ ৭০০। শুভ রংঃ কালো।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: ভিটামিন বি-১২ যুক্ত খাবার খান। নাহলে পথ্য সেবন করুন। এটা আপনার দরকার। মেজাজ অযথাই খিটখিটে হয়ে যাচ্ছে। বাজিতে হেরে যাওয়ার সম্ভাবনা ৭০%। শুভ সংখ্যাঃ ২,৮৫,৩১। শুভ রংঃ কালো।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]:মাটি খুঁড়ছেন, কেঁচো বেরুচ্ছে, কেউটের দেখা নেই। দেখুন ভাই, মন খারাপ করবেন না একটা কথা বলি, নিজের অওকাদ কতটুকু জানুন। কেউটে দেখে যে প্যান্ট ভিজিয়ে ফেলএ পারেন সেটা জেনে কেউটে অন্যদিকে চলে গেছে, আপনাকে লজ্জ্বা দিতে চায়নি। তবে আপনার সাহসিকতা কে জানাই সালাম! তবে তার সাথে নিজেকে প্রস্তুত করার বিষয়ও আছে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ রংঃ হলদে সবুজ।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: দুরপাল্লার যাত্রা শুভ। খাওয়ার সময় কথা বলবেন না। গলায় আটকে যাবার সম্ভাবনা আছে। কর্মস্থলে আপনার ভাল কাজের স্বীকৃতি মিলবে। শুভ সংখ্যাঃ ৬,৭,৮। শুভ রংঃ গোলাপি।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আমাদের এটা করতাম সেটা করতাম, তোমাদের জেনারেশন বা* করছে এসব যারা বলছে, ধৈর্য্যহারা না হয়ে শুনুন। বেচারা হতাশা ঝেড়ে আজকে বাসায় গিয়ে খামোখা প্রতিদিন যে ঝগড়া লাগায় সেটা না করে একটু ভাল মেজাজে থাকবে। পরোক্ষ উপকার করে আবার পরিবেশবান্ধব গাছ উপহার আশা করার কিছু নেই। শুভ সংখ্যাঃ ৯,৪৫। শুভ রংঃ আপনার প্রিয় কাগুজে নোটের রং। (দেশী) (মাথায় খালি ডলার ঘোরে?)
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: বিদেশ ভ্রমণে জটিলতা সৃষ্টি হবে। অসবধানতায় আগুন ধরে যেতে পারে, অন্য কিছু বোঝাচ্ছি না, আগুনের কথাই বলছি। আগুনের আশেপাশে গেলে একটু সাবধানে থাকবেন আজকে। শুভ সংখ্যাঃ ৩ঃ শুভ রংঃ বাদামী। (আপনার যে বাদাম সবচেয়ে পছন্দের সেই বাদামের রং)
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: টিভিতে প্রচারিত হচ্ছে মানবহাওয়ার পূর্বাভাস। বলছে অর্থকষ্ট আসন্ন? টিভি বন্ধ করে কাজে চলে যান। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ নীল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh