দুপুর গড়িয়ে
বিকেলের মৃদুমন্দ হাওয়া বইছে। তবে দিনের এখনও অনেকটা বাকি। চলুন দেখে আসা যাক আজকের
রাশিফল
মেষ [২১ মার্চ-২০
এপ্রিল]: সংঘবদ্ধ আক্রমণের শিকার হতে পারেন, হাতাহাতি-মারামারির কথা বলছিনা। মোকাবিলায়
নিজের বক্তব্যে জোর রাখুন। আপনি একাই যথেষ্ট। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ বেগুনি।
বৃষ [২১ এপ্রিল-২০
মে]: বাসা থেকে বের হওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই নিতে ভুলে যাবেন। সেটা
সামাল ঠান্ডা মাথায় সামাল দিন। কেন ভুলে গেছেন এই ভেবে রেগে যাওয়া যাবে না। চাপ সামলাতে
শিখতে হবে। চমৎকার একটা চিকেন চাপ খেয়ে নিন। তৃপ্তিদায়ক খাবার পেটে চাপ সামলাতে খারাপ
লাগবে না। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ নীলাভ সবুজ।
মিথুন [২১
মে-২০ জুন]: আজকে ৫ টা বেজে ৫৫মিনিটে জোরে একটা হাততালি দেবেন। অকারণেই দেবেন। কি হবে
সেটা হাততালি দিয়েই দেখুন না। তবে ৫৫৫ সিগারেট ধরাতে যাবেন না। ধূমপান স্বাস্থ্যের
জন্য ক্ষতিকর। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালচে লাল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: চায়ে চিনি কম হলে হাউকাউ না
করে আস্তে করে ডেকে বলুন। একে তো চিনি বেশি খাচ্ছেন এতে আপনার রক্তচাপ বাড়ছে। আবার
সেই উচ্চ রক্তচাপ নিয়ে হাউকাউ করে সেটা আরও খারাপের দিকে নেবার দরকার নেই। শুভ সংখ্যাঃ
১। শুভ রংঃ লাল।
সিংহ [২১
জুলাই-২০ আগস্ট]: দীর্ঘদিন ধরে চলা মামলা-মোকদ্দমা সংক্রান্ত জটিলতা থেকে মুক্তির সুসংবাদ
পাবেন। সন্ধ্যার পর ভীমরুল কামড় দেয় কি না জানেন? একটু জেনে নিন। শুভ সংখ্যাঃ ৫,২৫,
৪৫। শুভ রংঃ গোলাপি।
কন্যা [২২
আগস্ট-২২ সেপ্টেম্বর]: খুব চেনা রাস্তায় আজ হঠাৎ হোঁচট খাবেন। সেটা আপনার গা-ছাড়া মনোভাবের
কারণে হয়েছে না কোনো পরিবর্তনের ফলে হয়েছে দেখে রাখুন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ হলুদ।
তুলা [২৩
সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আজকে মনখুলে কথা বলে ফেঁসে যাওয়ার দিন আপনার। তাই বলে মুখে কুলুপ এঁটে বসে থাকা যাবে না। ফেঁসে দেখুন।
গা বাঁচিয়ে তো চলছেনই প্রতিনিয়ত। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ আসমানী।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: মনোযোগ ধরে রাখা কষ্টকর হবে আজ। কখন মনোযোগটা হারাবেন সেটার
সুযোগ নিতে ওঁত পেতে বসে আছে বহুলোক। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ সোনালি।
ধনু [২২ নভেম্বর-
২০ ডিসেম্বর]: চিকিৎসাবিজ্ঞান আজকের দিনে এসেছে কিন্তু আপনার মত বহু গর্দভের অসচেতনতার
সুযোগ নিয়ে, আপনার মত গর্দভদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে। মানবজাতির কল্যাণে নিজেকে
বিলিয়ে দিতে চাইলে, জেনেশুনে দিন। অন্যের গিনিপিগ হয়ে পরে কিছু না করতে পেরে,'যা করেছি,
মানুষের জন্য' এসব বক্তব্য দিয়ে নিজেও মনে শান্তি পাবেন না। হাসির পাত্রও হবেন। শুভ
সংখ্যাঃ ০। শুভ রংঃ বাদামী।
মকর [২১ ডিসেম্বর-১৯
জানুয়ারি]: ব্যবসায় বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। বাসায় অযথা ঝগড়াঝাঁটি লাগবে।
একবারে লুঙ্গি কাছা মেরে ঝগড়ায় নেমে যান। শুভ সংখ্যাঃ ২+২=৪। শুভ রংঃ পানির রং।
কুম্ভ [২০
জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: শত্রুর গাড়ির চাকা খুলে নিয়ে এসে দুপুরে ভুঁড়িভোজ সেরে ঢেঁকুর
তুলছেন। শত্রুর হেলিকপ্টার আছে তা বোধহয় জানতেন না? জানালায় চোখ রাখুন। আর শত্রুপক্ষ
সিড়িতে তেল ঢেলে গেছে কিনা দেখে আসুন, নইলে হেলিকপ্টারের শব্দে পালাতে গিয়ে পিছলে কোমর
ভাঙবেন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সাদা।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০
মার্চ]: বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখে শুনে ব্যবহার করবেন আজ। শুভ সংখ্যাঃ ১৫। শুভ রংঃ
কালচে রূপালি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh