× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

০৩ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:  আপনার মাথায় কাঁঠাল নয়, পুরো কাঁঠাল গাছ ভেঙে খাচ্ছে লোকে আপনার কোনো বিকার নেই। আবার সেটাকে জনহিতৈষী কার্যক্রম হিসেবে চালিয়ে দিতে চাইছেন! রাস্তায় কয়দিন পর ‘পিওর বোকাকোলা’ হেঁটে যাচ্ছে বলে হাসাহাসি করবে লোকে। এই মাথাকে অন্য কাজে লাগিয়ে টাকা পয়সা আয় করে দান খয়রাত করুন। সেটা জনহিতৈষী হবে। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ ম্যাজেন্টা।


বৃষ [২১ এপ্রিল-২০ মে]: যে একটাই কাগুজে নোট নিয়ে বেরিয়েছেন মাঝপথে এসে দেখবেন সেটা বিশ্রীভাবে ছেঁড়া, কোথাও নিচ্ছে না। সাথে ক্যাশ রাখবেন না। মোবাইল ব্যাংকিং ব্যবহার করুন। কেউ স্পন্সর করেনি তাই কোনো নাম উল্লেখ করতে পারলাম না। শুভ সংখ্যাঃ ১০০১। শুভ রংঃ তামাটে।


মিথুন [২১ মে-২০ জুন]: বেশরম একদল লোক আপনাকে অযথাই খুঁচিয়ে যাবে, এদের সারাদিনের প্রাপ্তি হয়তো ওতে আপনি বিরক্ত হবেন বা লাঞ্ছিত বোধ করবেন এটাই। বুঝে নিন সারাটা দিনের প্রাপ্তি ওদের! আপনি যে এইদল মানুষের পানসে দিনগুলোতে একটু হলেও রং দিতে পারছেন এটা যে আপনার কত বড় প্রাপ্তি সেটা বোঝেন? শুভ সংখ্যাঃ ৯,৩,১৫। শুভ রংঃ সায়ান।


কর্কট  [২১ জুন-২০ জুলাই]: বিস্তীর্ণ মরুভূমির সামনে দাঁড়িয়ে আপনি। সেটা পার হতে পারলে একটা লোকালয় আছে যেখানে কোনো ঘৃণা, প্রতিহিংসার জায়গা নেই। সঙ্গে বেশি করে পানি রাখুন। আর চোরাবালি তে পা দিলে শান্ত থাকুন। বেশি গুতোগুতি করবেন তো দ্রুত টেনে নেবে। মাথা নোয়াবেন না।। শুভ সংখ্যাঃ ১৮, ৩৫। শুভ রংঃ মাস্টার্ড কালার।


সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: যেকোনো দেশের একটা দুর্ভিক্ষ নিয়ে একটা ডকুমেন্টারি দেখুন। যুদ্ধবিদ্ধস্ত দেশের নয়। স্থিতিশীল একটা দেশে সরকার-দরকার সব আছে তবুও দুর্ভিক্ষ চলছে। ডকুমেন্টারিতে দেখে আপনাকে সেখানে ভাবার চেষ্টা করুন তো আপনি কোন ভূমিকায় ছিলেন তখন? বা এরকম কিছু একটা হলে আপনার অবস্থান টা কি হতে পারে নিজের বর্তমান অবস্থা, চারিত্রিক বৈশিষ্ট্য, কি করে খেতে পারবেন, সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থা এসব মিলিয়ে একটু ভাবুন আপনি কোন ভূমিকা পালন করবেন? শুভ সংখ্যাঃ ২০০। শুভ রংঃ সোনালি।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: নচিকেতার বৃদ্ধাশ্রম গান শুনে দুশ্চিন্তা করছেন? ধুর ভাই! আপনার হার্টের যে কন্ডিশন, আর রক্তে কোলেস্টেরল এর মাত্রা এত বেড়েছে আপনি যে বৃদ্ধ হবার আগেই পটল তুলতে পারেন সেটা জানেন? দ্রুত দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞ’র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন। শুভ সংখ্যা ৬৫। শুভ রংঃ বেগুনি (সাদা বেগুনের রঙের কথা বলছি)।


তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: মিনমিনে গলায় সাহায্য চাইলে লোকে ভাবে চোর বাটপার, জোর গলায় মেরে খেলে লোকে বলে প্রতাপশালী। গরম পানিতে আদা, দারুচিনি, লবঙ্গ, লবণ দিয়ে গড়গড়া করুন। প্রতিদিন করার চেষ্টা করুন। শুভ সংখ্যাঃ ৪২১-১= ৪২০। শুভ রংঃ পুরনো ইটের ওপর শ্যাওলা ধরলে যে রং হয় সেটা। 


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনারা যারা বৃশ্চিক আছেন, রাগ হলে এমন কু*ত্তা*পাগল   হয়ে যান কেন? আর তখন সেটা ব্যুমেরাং হয়ে এসে আপনারই ক্ষতি করে তারপরেও প্রতিবার একই কাজ করেন আপনারা। আজকে একট লেসন দেখুন ইউটিউবে। কিছু ইয়োগা আছে এগুলো করলে নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়া সহজ হয়। রাগ আয়ত্ত্বে আনতে পারলে ফেরত আসা ব্যুমেরাং সঠিক সময়ে  লুফে নিতে পারবেন, মাথায় এসে লাগবে না। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ সাদা।


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: লোকমুখে শোনা যাচ্ছে আপনার নাকি পা মটিতে পড়ছে না আজকাল? পেরা নাই! এদের উদ্দেশ্য আপনার পা ধরে টেনে নামানো, নাগাল পাচ্ছে না তাই এরকম বলছে। আপনি পা ওপরেই রাখুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ আপনার প্রিয় রং।


মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: শান্তি কিনতে রোজ যা খরচ করছেন তাতে আপনার মনে অশান্তি দানা বাঁধছে। একটা গ্যাসের ওষুধ খান। অশান্তি উদ্বায়ী বস্তু। ওটাকে পশ্চাৎদেশ দিয়ে বেরিয়ে যেতে দিন। মনের আনন্দের বাড়তি দামে শান্তি কিনুন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ রূপালি।


কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পায়ের তলায় কাঁটা ফুটতে পারে আজ, মোটা সোলওয়ালা জুতা পরে থাকুন। ঘুমাতেও যান সেটা পরে। ওঠার সময় বিছানা থেকে পা ফেলেই যেন কাঁটা টা না ফোটে। শুভ সংখ্যাঃ ৭৭৭। শুভ রংঃ আসমানী।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আকাশে মেঘের বালাই নেই, আপনি ছাতা ব্যাগে ঘুরছেন এটা খুব সচেতন থাকা হল তাই না? অযথা ভার বইবেন না। ছাতার ওজন যতই কম হোক। শুভ সংখ্যাঃ ২+২=৫। শুভ রংঃ সোনালি।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.