× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬ এএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:  শব্দ নির্বাচনে সতর্ক হোন। আপনার আশেপাশের সবাই মাইন্ড রিডার না। আর অনেকে তো বসেই আছে কখন বেফাঁস কিছু বলবেন এই আশায়। গুরুত্বপূর্ণ সময়ে ফোনের ব্যাটারি পার্সেন্টেজ দেখবেন % একটা অপ্রত্যাশিত খবর পাবেন। আর আপনি যে ভাই-ভাই স্টল থেকে বোনের জন্য কেক নিয়ে যাচ্ছেন, ভাবছেন বোন-বোন স্টল খুলবেন। এসব স্টার্টআপের চিন্তা বাদ দিয়ে ঠিকঠাক একটা পরিকল্পনা করুন। শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ ম্যাট ব্ল্যাক।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: গতকাল ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর যে অনেকেই 'কমলার বনবাস' লিখে স্ট্যাটাস দিয়েছে আর এই যে আপনি সমানে হাহা রিয়্যাক্ট করে যাচ্ছেন, আপনি জানেন 'কমলার বনবাস' কথাটা কোত্থেকে এসেছে? আপনার এই না জেনে বুঝে সব বিষয়ে মাতামাতির অভ্যাস ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। শুভ সংখ্যাঃ ১১,১২,১৩। শুভ রংঃ পিচ ব্ল্যাক।

মিথুন [২১ মে-২০ জুন]: পরচর্চা না করে দেখুন তো একটু শরীরচর্চা করা যায় কিনা। পরের শরীর নিয়ে আবার চর্চা করতে যাবেন না যেন যদি আপনি একজন ডাক্তার, কিংবা দর্জি না হয়ে থাকেন। মরা নদীর স্রোত ফেরাতে গিয়ে খাল কেটে কুমির আনবেন না। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ মিডনাইট ব্ল্যাক।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: অর্থনৈতিক জটিলতায় পড়বেন। স্বাস্থ্যহানি ঘটবে। মানুষের সাথে কথায় পেরে না উঠে উত্তেজিত হয়ে এমন কিছু করে ফেলার সম্ভাবনা প্রবল যাতে আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। শুভ সংখ্যাঃ ৫০। শুভ রংঃ গ্রিজ ব্ল্যাক।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: তোতাপাখি কিন্তু নিজে কিছু বলে না, শোনা কথা আউড়ে যায়। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোতাপাখির মত বুলি আউড়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করার চেষ্টা করছেন, সেইভাবেই কাজ করার চেষ্টা করছেন। আপনার বিশ্বাসে তোতাপাখি নিজ থেকে কিছু বলবে না। সে তার বুলি আউড়েই যাবে। তোতাপাখির কথায় নাচা বন্ধ করুন। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ জেট ব্ল্যাক।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: মোবাইল ফোনে যে প্রায়ই মেসেজ আসে, 'নতুন বন্ধু বানাতে ফোন দিন অমুক নাম্বারে, মিনিট প্রতি চার্জ এত টাকা', তা দেখে আপনার রিগ্রেট হচ্ছে? এতদিন এত এত পয়সা খরচ করলেন, মন-দিল সব দিয়ে দিলেন, কিন্তু সময় অসময়ে কথা বলার মানুষ পান না, বিপদে কাউকে পাশে পাননা, আপনার পাওয়ার কথাও না। মনে রাখবেন বিখ্যাত দক্ষিণ এশিয়ার এক মনিষী বলেছেন,  'চৌধুরী সাহেব! টাকা দিয়ে বন্ধু কেনা যায় না' । শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ ফরেস্ট ব্ল্যাক।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: 'যেটা পারেন না সেটা করেন কেন?' এমন কথা শুনে কাজটাই ছেড়ে না দিয়ে শিখতে তো পারেন। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ অয়েল ব্ল্যাক।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনার বাড়ির খবর আপনার চেয়ে বাইরের লোক বেশি জানে, কি অদ্ভুত একটা ব্যাপার বলুন তো। আপনি কি জানেন তাদের বাড়ির খবরের কথা? আপনিও বেশি বেশি জানুন। জীবনযুদ্ধে পিছিয়ে পড়বেন না। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ চারকোল ব্ল্যাক।

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আসিতেছে! আসিতেছে!! আসিতেছে!!! আলস্য প্রযোজিত, ডিসিপ্লিনের অভাব পরিচালিত, অতিমাত্রায় আত্মবিশ্বাসী অভিনিত সিনেমা 'বেকারত্ব'! শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ র‍্যাভেন ব্ল্যাক।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: কালা রে কইরো গো মানা, সে যেন আমার কুঞ্জে আসে না! এই লাইন শুনে মনে হয়েছে কি কখনো যে তাহলে কি সাদার কুঞ্জে আসতে বাঁধা নেই? তাহলে আপনি তো রেসিস্ট দেখছি। এই ২০২৪ সাল শেষে ২০২৫ আসতে যাচ্ছে, এমন সময়েও আপনি গায়ের রং দেখে মানুষ বিচার করছেন। আপনার জরুরি কোনো চিকিৎসার প্রয়োজনে রক্ত দরকার হলে, তখন যদি ব্লাড ডোনার কালো হয় কি করবেন ভাই? শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ গ্যালাক্সি ব্ল্যাক।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: কথায় বলেন এক, কাজে করেন তার থেকে দ্বিগুণ। কিন্তু প্রশংসা মেলে অর্ধেক। তাও ভাল যে ধমক জুটছে না কপালে, যা পাচ্ছেন তা নিয়ে সন্তুষ্ট থেকে কাজ চালিয়ে যান। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ অনিক্স ব্ল্যাক।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনার মানসিক দৃঢ়তা মোটেও আপনার চারিত্রিক দুর্বলতা নয় বরং এটাই আপনার সবচেয়ে বড় একটি চারিত্রিক গুণ। মানুষ বেয়াদব কিংবা গোঁয়ার ভাবলে ভাবুককে। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ আর্কটিক ব্ল্যাক।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.