× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনপ্রিয় কাঠবিড়ালি 'পিনাট'র করুণ মৃত্যু

ইলন মাস্ক ও ট্রাম্পপুত্রের নিন্দা

ডেস্ক রিপোর্ট

০৭ নভেম্বর ২০২৪, ২১:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইনস্টাগ্রামে নানা রকম মজার ভিডিও' মাধ্যমে 'পিনাট' নামের একটি কাঠবিড়ালি নেটিজেনদের হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিল। গত শুক্রবার (১ নভেম্বর) ভক্তদের কাঁদিয়ে কাঠবিড়ালিটি না ফেরার দেশে চলে গেছে।

বছর সাতেক আগে মার্ক লঙ্গো নামের এক ব্যক্তি এই কাঠবিড়ালিকে রাস্তার পাশে খুজে পান। তিনি চেয়েছিলেন কাঠবিড়ালিটিকে 'এডুকেশনাল এনিম্যাল' হিসেবে বড় করার। কিন্তু শেষমেশ নিউইয়র্কের ডিইসি এর নিষ্ঠুর আইনের কবলে পড়ে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এই ছোট্ট কাঠবিড়ালি পিনাটকে। 

গত ৩০ অক্টোবর নিউইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ বিভাগ (ডিইসি) অভিযোগ পেয়ে পিনাটের মালিক মার্ক লঙ্গো- বাড়িতে অভিযান চালায়। অভিযোগ ছিল, কাঠবিড়ালিটির নিরাপদ আবাসনের ব্যবস্থা নেই।   তাছাড়া এটি জলাতঙ্ক ছড়াতে পারে বলেও এই সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক ষ্টেট ডিইসি। নিউইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার ( নভেম্বর) তাকে নিষ্কৃতি দেওয়া হয়। এই প্রক্রিয়ার সময় পিনাট একটি সরকারি কর্মচারীকে কামড়ে দেয়। এরপর তাকে 'যন্ত্রণা না দিয়ে মেরে ফেলার' সিদ্ধান্ত নেওয়া হয়।

পিনাটকে মেরে ফেলার কয়েকদিন আগেই মার্ক লঙ্গো ইন্সটাগ্রামে একটি পোস্টে ডিইসি-কে নিরাপদে পিনাটকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এরপর পিনাটের মৃত্যুর জন্য দায়ীদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, “ইন্টারনেট, তুমি জয়ী হলে। তুমি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীকে কেড়ে নিলে। যারা নিউইয়র্ক রাজ্য পরিবেশ সংরক্ষণ বিভাগে (ডিইসি) অভিযোগ করেছিলেন, তাদের জন্য নরকে বিশেষ জায়গা রয়েছে। তিনি আরও বলেন, “পিনাট আমার জন্য সেরা বন্ধুর মতো ছিল।"

পিনাটের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। #justiceForPeanut হ্যাশট্যাগটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ডোনাল্ড ট্রাম্পের ছেলে মাইক্রো ব্লগিং সাইট এক্সে বাইডেন প্রশাসনের সমালোচনা করে লিখেন, ‘ডেমোক্র্যাটরা একটি পোষা কাঠবিড়ালিকে খুন করেছে, কিন্তু অপরাধী খুনিরা অবাধে দেশে ঢুকতে পারছে!’

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কও সরকারের সমালোচনা করে স্যোশাল মিডিয়ায় নিজের পোষ্টে সরকারকে 'মস্তিষ্কহীন হৃদয়হীন যন্ত্র' বলে আক্রমণ করেছেন।

সাত বছর আগে রাস্তার পাশে মায়ের মরদেহের পাশ থেকে পিনাটকে উদ্ধার করেন মার্ক লঙ্গো। তখন প্রাণীটি ছিল একেবারে ছোট। গাড়ি দুর্ঘটনায় কাঠবিড়ালিটির মা মারা গিয়েছিল।

মার্ক লঙ্গো বলেন, তিনি পিনাটকে পুষে বড় করেন। পরে তাকে প্রকৃতিতে অবমুক্ত করতে চেষ্টা করেন। তবে কাঠবিড়ালিটি পরদিন সকালেই তার কাছে ফিরে আসে। তখন তার 'লেজের কিছু অংশ ছিল না'

পিনাটের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লাখেরও বেশি অনুসারী রয়েছে। অ্যাকাউন্টটিতে মার্ক লঙ্গোর সঙ্গে পিনাটের বিভিন্ন ভিডিও রয়েছে। এসব ভিডিওতে তাকে টুপি পরে মার্ক লঙ্গোর সঙ্গে খেলতে ওয়াফেল খেতে দেখা যায়। তার ওয়াফেল খাওয়ার মতো ছোট ছোট মজার ভিডিও ছোট ছোট পোশাক পরার ছবি ভক্তদেরকে অনেক আনন্দ দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.