× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

ডেস্ক রিপোর্ট

০৯ নভেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]:  রাস্তায় কুড়িয়ে পাওয়া কতো টাকার নোট পেলে আপনি পকেটে ঢোকান আর কতো টাকার নোট বা কয়েন পেলে মনে করেন থাক এটা দান করে দেই? আবার খুব বেশি পরিমাণ টাকা পেলে কি যে হারিয়েছে তার জন্য দুঃশ্চিন্তায় তাকে খোঁজার চেষ্টা করেন বা অপেক্ষা করেন সেখানে দাঁড়িয়ে কেউ আসে কিনা ফেরত নিতে? নাকি সেটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন 'উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যান'? শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালচে লাল।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনি মাংস কি সেরদরে কেনেন না কেজিদরে? এক সের আর এক কেজির তফাৎ না জানলে কেজিদরে পয়সা রেখে সেরদরে মাল দেবে দোকানি। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা, পুরনো প্রক্রিয়ায় পরিমাপ আর নতুন প্রক্রিয়ায় পরিমাপ, টাকা-পয়সার হিসাব এসব এক হয়ে গেলে তো আর স্কুলে আলাদা করে বাংলা, গণিত আর সাধারণ বিজ্ঞান সাবজেক্টগুলো থাকত না। নতুন সাবজেক্ট খুলতে হত সেটা হচ্ছে স্টুপিডিটি। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ লাল।

 

মিথুন [২১ মে-২০ জুন]: সন্তানদের পড়াশোনার খবর যতটা বেশি নেন, ততটা খবর নেওয়া কি হয় যে তারা খেলার মাঠে আজ কি করল? কিংবা এই ধরুন, কোন দুষ্টুমিটা কেমন করল? বাচ্চাদের কাছ থেকে রিপোর্ট নেওয়ার স্টাইলে খোঁজখবর না নিয়ে গল্প করুন। হাঁটুর মালাইচাকি ডিসপ্লেস হয়ে যেতে পারে, সাবধানে হাঁটবেন আজ। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ অফ হোয়াইট।

 

কর্কট [২১ জুন-২০ জুলাই]: কাহাতক আর পিছু ছুটবেন বাসের পিছে? একটু অপেক্ষা করুন, আরেকটা বাস আসবে তো। না হলে কিছুক্ষণ আগে এসে দাঁড়ান। সময়ানুবর্তিতার অভাব আপনাকে দৌড়ের ওপর রাখছে, ঐ আপনাকে রেখেই ছেড়ে দেওয়া বাস নয়। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ ধূসর সবুজ।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: স্বাস্থ্যঝুঁকি কমবে। পরীক্ষার ফলাফল প্রকাশের আগে পরে দান খয়রাত করুন, অন্যান্য সময়েও করুন। জরুরি মুহূর্তে বিদ্যুৎ চলে যেতে পারে। বিকল্প ব্যবস্থা না থাকলে মনকে সান্তনা না দিয়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে একচোট গালাগাল করুন। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ খয়েরি।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আপনি তো আগে বেশ নিজের কথা ভাবা বাদ দিয়ে মানুষের কল্যাণে ভেবে সময় নষ্ট করতেন। সময় নষ্ট এজন্য বললাম কারণ আপনি না পেরেছেন মানুষের কল্যাণে কিছু করতে, না পেরেছেন নিজেকে 'আত্মত্যাগী' ভাবা বন্ধ করতে। এখন তো বেশ দৌড়ের ওপর আছেন, রাস্তায় হেঁটে যাওয়ার সময় কেউ মরে পড়ে থাকলেও দেখার সময় হচ্ছে না, এতে কি এখন 'আপনি বাঁচলে বাপের নাম' আউড়ে চলেছেন মনে মনে? শুভ সংখ্যাঃ ২১।  শুভ রংঃ নীলাভ সবুজ।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: পানসে হওয়া তরকারিতে টেস্টিং সল্ট না ঢেলে সেটা ওভাবেই খান। কিডনিতে পাথর জমে গেছে, দ্রুত পরীক্ষা করান। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ সাদা।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: 'কিসের আশায় বেঁধেছেন ঘর?' এই প্রশ্নটা কি ভীমরুলের চাকের সামনে গিয়ে ওদের কাউকে জিজ্ঞেস করেন? না। কেন করেন না? আপনি ভীমরুলের জীবনচক্র জানেন এ কারণে নাকি ভয়ে? নাকি ভীমরুলের জীবনচক্রও জানেন তাই ভয়টাও কাজ করে? কিন্তু একটা কিন্তু   রয়েই যাচ্ছে। জীবনচক্র জানেন, তাই না জেনে চলে আসলেন, ভীমরুলের মনের খবরটা কি আসলে জানেন ও আসলেই কিসের আশায় ঘর বেঁধেছে? শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ সায়ান।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনার সম্পদ আপনার কাছের লোক লুটেপুটে খাচ্ছে, সেদিকে খোঁজ নিন। দুরপাল্লার যাত্রা অশুভ। অনেকটা সময় নিয়ে আপনার ওপর নীরিক্ষা শেষে আপনাকে আক্রমণ করতে আসবে লোকে, ভাববেন না এক ঝটকায় সেটা সামলে নিতে পারবেন। পূর্বপ্রস্তুতি নিন। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ কালো।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: যা দেখছেন তা উড়িয়ে না দিয়ে মনে রাখুন। ডিটেইলে মনে রাখুন। সময়মতো কাজে লাগবে। তবে মনের ভেতর প্রতিশোধপরায়নতা থাকলে তা বাদ দিন। মরচে পড়া লোহায় পা কাঁটতে পারে। তাৎক্ষনিক আঘাত পাবেন কম, পরে ভুগবেন মারাত্মক। শুভ সংখ্যাঃ ৮১। শুভ রংঃ হলুদ।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: সাদা রঙের স্বপ্নগুলো ছুটি দেবে না। তাই একা বসে ঘাসফুলের সঙ্গে কথা না বলে এইচআর এর সঙ্গে কথা বলে ছুটি নিয়ে নিন। শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ কমলা।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: সবুজ রঙের শ্যাওলা দেখতে সুন্দর পানিতে, দেওয়ালে তা কখনো নোংরা দেখায়, কখনো পুরনো ঐতিহ্য প্রকাশ করে। আবার মেঝেতে থাকলে তাতে লোকে পা পিছলে পড়ে কোমর ভাঙে। একই জিনিস হলেও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন খেল খেলে দিন। শুভ সংখ্যাঃ ১৭৫। শুভ রংঃ কালো।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.