× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অ্যানিমেশন চরিত্র'র সাথে বিবাহ বার্ষিকী উদযাপন!

সারাবেলা ডেস্ক।

০৯ নভেম্বর ২০২৪, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত

যুগের আবর্তনে সম্পর্কের ধরন বদলে যাচ্ছে। কেউ নিজেকে বিয়ে করছে আবার কেউ সঙ্গী হিসেবে রোবটকে প্রিয় করে নিচ্ছে। এই ধারাবাহিকতায় ২০১৮ সালে কাল্পনিক একটি ফিকশন চরিত্রকে বিয়ে করে নেটিজেনদের কাছে অনেক আলোচিত হয় এক জাপানি নাগরিক। এবার এই জাপানি নিজেদের বিয়ের ষষ্ঠ তম বিবাহ বার্ষিকী পালন করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মানবীর চেয়ে বরং কাল্পনিক চরিত্রের প্রতিই আকর্ষণ অনুভব করেন জাপানের নাগরিক আকিহিকো কোন্ডো। তাই তিনি কাল্পনিক পপ গায়িকা হাতসুনে মিকুকে বিয়ে করেছিলেন। শুরুতে তাঁর এই বিয়ে নিয়ে অনেকে অবাক হয়েছিলেন। কেউ ভাবেননি যে, বছরের পর বছর ধরে এই বিয়ে স্থায়ী হবে। 

সেই প্রতিবেদনে আরও বলা হয়, ২৩ অক্টোবর কন্ডো তার ইনস্টাগ্রামে একটি কেকের রশিদ শেয়ার করেছেন। কেকটি ৪ নভেম্বর তাদের বিবাহবার্ষিকীর জন্য কেনা হয়েছে। কেকের উপর লেখা ছিল, ‘আমি মিকুকে খুব ভালোবাসি। ছয় বছরের বিবাহবার্ষিকী শুভ হোক।‘

অ্যানিমেশন চরিত্র মিকু পপ গায়িকা হিসেবে পরিচিত। ২০০৭ সালে চরিত্রটি মুক্তি পেয়েছিল আর তখনই কোন্ডো মিকুর প্রেমে পড়ে গিয়েছিল। বর্তমানে কাল্পনিকভাবে পপ গায়িকা মিকুর বয়স ১৬ বছর।

কোন্ডো জাপানি নিউজ আউটলেট দ্য মাইনিচি শিম্বুনকে জানিয়েছিলেন, তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার আগে নারীদের প্রতি আগ্রহী ছিলেন। কিন্তু প্রেম নিবেদনে প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি হাতসুনে মিকুর প্রতি আকর্ষণ অনুভব শুরু করেন।

কন্ডো দাবী করে যে, মিকু তাঁর জীবন বাঁচিয়েছে। মিকুর গান শুনেই তিনি সমাজের সঙ্গে আবারও সংযোগ স্থাপন করতে পেরেছেন। ২০১৮ সালে মিকুকে তিনি টোকিও চ্যাপেলে বিয়ে করেছিলেন। এই বিয়েতে খরচ করেছিলেন অন্তত ২০ লাখ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৫ লাখ টাকারও বেশি।

জানা উল্লেখ্য, যারা কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে তাদেরকে ফিকটোসেক্সুয়াল বলা হয়। শুধু কোন্ডো একাই নন, জাপানে আরও অসংখ্য মানুষ কাল্পনিক চরিত্রের প্রতি রোমান্টিকতা অনুভব করেন। এমনকি পরবর্তিতে ধুমধাম করে বিয়ে করে সংসারও করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.