গ্রাম্পি ডোয়ার্ফ গোবি মাছ খুব ছোট আকৃতির হয়ে থাকে। এ ধরণের মাছের চেহারাতে সমসময় বদমেজাজি ভাব দেখা যায়।
এদের আকৃতি লম্বায় দুই সেন্টিমিটারের কম। গ্রাম্পি ডোয়ার্ফ গোবি নামকরণের পেছনে কারণ রয়েছে। ‘গ্রাম্পি' নামটি দেওয়া হয়েছে চেহারার রাগী ভাবে কারনে। আর দেখতে হওয়ার কারণে ‘ডোয়ার্ফ' (বামন) বলা হয়। আর ‘গোবি' নামটি আসার কারণ, মাছটি গোবিডি পরিবারের অন্তর্ভুক্ত। গোবিডি পরিবারে দুই হাজার প্রজাতির মতো সদস্য আছে।
মাছটির নামকরণ করেছেন গবেষক লুসিয়া পোম্বো আয়োরা। তিনি বলেন, ‘আমি এটিকে তার নিজের ক্ষুদ্রজগতে এক ভয়ংকর শিকারি হিসেবে কল্পনা করি। আকারে ছোট হলেও এর রাগী অভিব্যক্তি ও বড় দাঁত নিশ্চিতভাবেই এটিকে আলাদা করেছে।'
এরা ভীষণ সাহসী হয়। নিজেদের তুলনায় বেশ বড় আকারের মাছকে তেড়ে মারতে যায় এবং বড় মাছগুলোও এদের ভয় পেয়ে পালিয়ে যায়। তাই এই মাছকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে ‘বদমেজাজি' মাছ হিসেবে আখ্যায়িত করেছেন।
মূলত গ্রাম্পি ডোয়ার্ফ মাছ প্রবাল প্রাচীর এবং উষ্ণ সমুদ্রের পাথুরে এলাকায় বসবাস করে। দেখতে ছোট হলেও এদের রঙচঙে শরীর এবং চাঞ্চল্যকর গরম মেজাজ অন্য মাছ বা প্রাণীদের মনে ভয় ধরিয়ে দেয়।
নিজ বাসস্থান নিয়ে এরা খুব সচেতন। নিজেদের এলাকায় অন্য মাছের অনুপ্রবেশ একদম পছন্দ করে না। বহিরাগতদের আকার যত বড়ই হোক না কেন, তাদের দেখলেই এরা তেড়ে যায়।
উল্লেখ্য, গবেষণায় জানা যায়, এগুলো বিরল প্রজাতির মাছ। সম্ভবত এ কারণেই এত দিন এ মাছ অনাবিষ্কৃত ছিল।