দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: দিবাস্বপ্ন, লক্ষ্য অর্জনে স্বপ্ন, জীবনযুদ্ধে এগিয়ে যাবার স্বপ্ন আর স্বপ্নদোষের মধ্যে পার্থক্য জানা থাকলে আপনার বিজয় সুনিশ্চিত। তবে দুপুরে খাওয়াদাওয়া করে হালকা তন্দ্রার ঘোরে একটু দিবাস্বপ্নে মশগুল হয়ে যেতে পারেন আজকে। শুভ সংখ্যা; ২০,০০০। শুভ রংঃ কালো।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন তার ওপরে কিন্তু আপনার স্বাধীনতা অনেকখানি নির্ভর করছে। মানুষের বলে দেওয়া সংজ্ঞা মোতাবেক নাচলে হবে না। একেক পক্ষের একেক এজেন্ডা আছে। ধনিকপক্ষের স্বাধীনতা, শ্রমিক শ্রেণীর স্বাধীনতা, রাজনৈতিক বিভিন্ন দলের সংজ্ঞায়িত স্বাধীনতা, বিভিন্ন দার্শনিকদের ব্যাখ্যায় স্বাধীনতা সব কিন্তু আলাদা আলাদা। এসব সংজ্ঞার মধ্যে কোনো না কোনোটায় আপনি পরাধীন বটে। কিন্তু সেটা আপনি বুঝে মানুন, অন্ধবিশ্বাসে নয়। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ হলুদ।
মিথুন [২১ মে-২০ জুন]: ধারালো কিছুতে অসাবধানতায় চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা অনেক। তবে সেটা আপনার অসাবধানতায় নয়। বাসের জানালায়, সিটের একপাশে বেরিয়ে থাকা ধাতব কিছুতে হতে পারে। আপনার হাতে পায়ের আশেপাশে অন্যকেউ কাজ শেষে ধারালো কিছু রেখে গেছে সেটাতে হতে পারে। নিজে সাবধান হতে হতে তো কোণঠাসা হয়ে যাচ্ছেন, এবার যাদের অসাবধানতায় ক্ষতিটা হচ্ছে, তাদের সাবধান করতে কঠোর ব্যবস্থা নিন। শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ লাল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: আশেপাশের শোরগোলে নিজেকে না জড়িয়ে কানে তুলো গুজে রাখলে সে শোরগোলের ফলাফল আপনার গায়ে এসে পড়লে সেটা ওই গুজে রাখা তুলো আটকাতে পারবে না। চোখ কান খোলা রাখুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ কমলা।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সবসময় আপনার কথামত কাজ হবে এমনটা চাইলে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। আর নিজের কথার দামটাও বাড়ান, যাতে কাজ যেটা হয় চমৎকার হয় নইলে সাম্রাজ্য গড়লেও সেটা ধ্বসে পড়তে সময় লাগবে না। শুভ সংখ্যাঃ ২২। শুভ রংঃ সাদা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আপনি অমুক খান, দিনরাত খানদানি খাবার খান। মাঝেমাঝে অলসতার কারণে বকুনি খান। তা আপনি বিরাট অমুক তমুক খান, আপনাকে বকুনি দেয়টা কে? চৌধুরী??? চৌধুরী সাহেবের ওপর রাগ না করে অলসতা কমান। খানদানি খাবার খান কিন্তু তাতে তেলচর্বি কম খান। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ লাল।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আপনার সম্পদের হিসাবের ভার যার হাতে দিয়েছেন ধরুন সৌদি আরবে গিয়ে চুরির অপরাধে ধরা পড়ে তার হাত কাটা গেল। এখন সে ফিরে এলে আপনি কি করবেন? সে কিন্তু আপনার হিসাবে কখনো গরমিল হতে দেয়নি। কিন্তু আবার তার হাতও কিন্তু নেই এখন। এখন আপনার সন্দেহ টা কিসে, কাটা হাতে ভার বইতে পারবে নাকি হিসাবে গরমিল করবে? সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কমলা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা দেখছি। তবে সেটা হেপাটাইটিস এ, নাকি বি, নাকি সি সেটা আপনার দ্রুত একটু কষ্ট করে গিয়ে পরীক্ষা করিয়ে আনতে হবে। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ নীল।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনি লিখিতভাবে আপনার বক্তব্য পেশ করলেন এক জায়গায়, সেটা চেক করেননি জমা দেওয়ার সময়। লিখেছে আরেকজন, ছেপেছে আরেকজন। নাম গেছে আপনার। কাজটাও কিন্তু আপনার। এখন দেখলেন বক্তব্যে একটা শব্দের ব্যবহারে আপনার ওপর নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। লিখিত নথি সবসময় ডাবল-চেক করে নেবেন। মুখের কথা ঘোরাতে পারবেন, ওটা কিন্তু রয়ে যাবে। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ ধূসর সবুজ।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: যেখানেই দেখবেন ছাই, উড়িয়ে হাত ময়লা করার দরকার নাই। রত্ন কপালে থাকলে হাতে এসে পড়বে। হাত নোংরা ও সময় নষ্ট করবেন না। শুভ সংখ্যাঃ ১৫। শুভ রংঃ নীল।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: সম্ভাবনা আসবে, আপনি বিয়ের সম্ভাবনার কথা ভাবছেন, কিন্তু আসবে সম্পদ বাড়ার সম্ভাবনা। ফোকাস করুন, সুযোগ লুফে নিন সম্ভাবনা চলে যাওয়ার আগেই। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ কালচে ধূসর।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আপনি যে মাছের বাজারে মাছ নেড়েচেড়ে দেখে সে হাত ভীড়ের মধ্যে 'এই ভাই একটু সাইড দিন তো' বলে অন্য কারো গায়ে মোছেন, বিয়ে বাড়ির দাওয়াতে গিয়ে দেখবেন শখের জামায় কোন বদমাইশ বাচ্চা কোন ফাঁকে এমন দাগ লাগিয়ে গেছে.........। শুভ সংখ্যাঃ ৫১। শুভ রংঃ সাদা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh