× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৫ মার্চ ২০২২, ১০:২৫ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
 
আটকরা হলেন- ওই ইউনিয়নের ইসলামপুর গ্রামের হাসমত আলীর ছেলে গোলাম (২২) ও একই এলাকার মানিকের ছেলে নুর আলম (২৩)।
 
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সোমবার দুপুরে ইসলামপুর এলাকার কয়েকজন যুবক এক কিশোরীকে রাস্তা থেকে পরিত্যক্ত একটি ঘরে ডেকে নিয়ে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ওই যুবককে আটক করে।

খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.