× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাকুরীর ৩ বছর পূর্তিতেই শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছেন বিআরটিসি’র নবযোগদানকৃতরা

২৫ নভেম্বর ২০২৪, ১৭:০১ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)তে ২০২২ সালে চাকরিতে যোগদান করা নতুন ৪৫ জন কর্মকর্তা/কর্মচারীসহ ২২০ জনকে মোট ২৭ লক্ষ ৩৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিআরটিসি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ (২৫ নভেম্বর) সকাল ১১টায়  অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়। সরকার ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বিআরটিসিতে ২০২৩ সাল থেকে বর্তমান চেয়ারম্যানের উদ্যোগে প্রথমবারের মতো এই ভাতা পেয়ে আসছেন সংস্থাটির কর্মকর্তা/কর্মচারীরা।

২০২৩ সাল থেকে অদ্যাবধি ৩,০৫৭ জন কর্মকর্তা/কর্মচারীকে মোট ৪ কোটি ৬১ লক্ষ ৯৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।  নিয়ম অনুযায়ী, সরকারী কর্মচারীরা প্রতি তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন। বর্তমান চেয়াম্যানের দক্ষ ও সুশৃঙ্খল নেতৃত্বে বিআরটিসির বাস-ট্রাক পরিচালনা, দক্ষ চালক প্রশিক্ষণসহ সার্বিক কর্মকাণ্ডে গতি ফিরে এসেছে।

এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসের ১তারিখে নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত হয়েছে। একইসঙ্গে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি উৎসাহ যোগাতে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা দেয়া হচ্ছে। ২০২১ সালের পর নতুন গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সাড়ে ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো রকম বৈষম্য না থাকায় দলমত নির্বিশেষে কর্মকর্তা/কর্মচারীরা যার যার প্রাপ্য অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন বাবদ ৪৫,০৪,৯৮,৬১.৪৪ টাকা প্রদান হয়। এছাড়াও অসুস্থ ও দুরারোগ্য আক্রান্ত ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদেরকে কল্যাণ তহবিল হতে ২১,৫০,০০০ টাকা প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.