× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিস্ফোরক মামলায় খালাস পেলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

২৮ নভেম্বর ২০২৪, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুরে ১০ বছর আগে করা একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন।

নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা তিনটি মামলা থেকেই তিনি অব্যাহতি পেলেন।

ছাড়াও গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

আজ (২৮ নভেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত--এর বিচারক রেহেনা আক্তার আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপে নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হাসেম মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারে নাম না থাকলেও চার্জশিটে তারেক রহমানকে আসামি করা হয়।

মামলায় আটজন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১০ বছর শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

মামলার চার্জশিটে বলা হয়, দেশব্যাপী অবরোধ চলাকালে বিএনপি-জামায়াত শিবিরের ৫০-৬০ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে তৎকালীন জয়দেবপুর থানাধীন সাইনবোর্ডস্থ কুলিয়ারচর গার্মেন্টসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়।

গাজীপুর আদালতের বিএনপিপন্থি আইনজীবী . সহিদউজ্জামান বলেন, এজাহারে তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের পরামর্শে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলার চার্জশিটে তারেক রহমানকে জড়ানো হয়েছিল।

আদালতে শুনানিকালে বিবাদী পক্ষের আইনজীবী . সহিদউজ্জামান, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, জাকিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, নাছির উদ্দিন, আনোয়ার হোসেনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.