সামাজিক যোগাযোগমাধ্যমে
একটি পোস্ট ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা যাচ্ছে দুই তরুণ রুটি বানাচ্ছেন। পোস্টটিতে
রুটি বানানোরত দুই তরুণকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলে
চালিয়ে দেয়ায় এটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে ভাইরাল
ওই পোস্টের দুই তরুণ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়। অনুসন্ধানের ভিত্তিতে
ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ছবির ওই দুই তরুণ হলেন-
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ রিফাত ও তার বন্ধু মো.
সাইফুল্লাহ আল হাদী। ছবিটি ২০২২ সালের, সেই সময় ওই দুই শিক্ষার্থী ক্যাম্পাসের পাশে
একটি মেসে থাকতেন বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।