দেশের উত্তরবঙ্গের
শীতের প্রকোপ অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশিই থাকে। আজ (৬ ডিসেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে রংপুর বিভাগের
উত্তর-পশ্চিমের এই জেলায়।
আজ (৬ ডিসেম্বর)
সকাল ৬টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার
কার্যালয়।
তীব্র এই
শীতেই জীবিকার তাগিদে সকালের আলো ফুটবার আগেই কাজের সন্ধানে বের হতে হয় কৃষক, দিনমজুর
ইত্যাদি খেঁটে খাওয়া শ্রেণীর মানুষদের। শীতের এই তীব্রতা তাদের ফেলেছে চরম ভোগান্তিতে।
দিনাজপুর
আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড
করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ এবং
বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।