সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা, এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্যটি জানানো হয়।
তথ্যানুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবার শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি আকারের কুয়াশাও পড়তে পারে। আর এই সময়ের মধ্যে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
তবে আগামী সোমবার (৯ ডিসেম্বর) দেশের অধিকাংশ জায়গায় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তারঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে গতকাল (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ (৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আর সর্বোনিম্ন হিসেবে রংপুর বিভাগের দিনাজপু্র জেলায় ১০ দশমিক ৩ ডীগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।
এর ফলে বিপাকে পড়েছেন স্থানীয় ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। স্থানীয়রা বলছেন, প্রয়োজন ছাড়া তারা কেউ বের হচ্ছেন না। আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ফিরছেন বাড়িতে। রাতে সাধ্য অনুযায়ী শীত নিবারণে ব্যবহার করছেন লেপ, কম্বল ও কাঁথা।