× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘন কুয়াশায় বিঘ্ন ফ্লাইট ওঠানামা

ডেস্ক রিপোর্ট

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

ছবিঃ সংগৃহীত।

আজ (৮ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সকাল ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। এ সময়ের মধ্যে শিডিউল মোতাবেক সকাল সোয়া ৭টায় অবতরণ করে সোয়া ৮টায় বেসরকারি কোম্পানির ফ্লাইট এয়ার এসট্রা ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। কিন্তু এই বিঘ্নতার কারণে ওই ফ্লাইটের ঢাকাগামী অর্ধ শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে। তবে   বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই।

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। ফলে সাময়িক ভাবে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গিয়ে প্রয়োজনীয় দৃষ্টিসীমার আওতায় এলে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। ঘন কুয়াশা কেটে ফ্লাইট চলাচলের জন্য প্রয়োজনীয় দৃষ্টিসীমা পরিষ্কার হলে  বিমান চলাচল স্বাভাবিক ভাবে শুরু হবে।

 

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.