× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম এর বার্ষিক সাধারণ সভা

সভাপতি মোঃ মাহমুদুল হোসাইন খান এবং সাধারণ সম্পাদক খন্দকার নূরুল হক নির্বাচিত

০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭ পিএম

'মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম'-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ গত শনিবার রাজধানী ঢাকার বনানী ক্লাব-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতির প্রেস সচিব (সরকারের সচিব) মোঃ জয়নাল আবেদীন। দিনব্যাপী অনুষ্ঠিত এজিএম-এ ফোরামের প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ.কে.এম নেছার উদ্দিন ভূঁইয়া ২০২৫-২০২৬ সনের ০২ (দুই) বছর মেয়াদী 'কার্যনির্বাহী পরিষদ'-এর ২১ (একুশ) সদস্যের নাম ঘোষনা করেন।

পরবর্তীতে সাধারণ সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ২০২৫-২০২৬ সনের ০২ (দুই) বছর মেয়াদী 'কার্যনির্বাহী পরিষদ'-এর সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের অফিসার মোঃ মাহমুদুল হোসাইন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের অফিসার ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) খন্দকার নুরুল হক নির্বাচিত হন।

'কার্যনির্বাহী পরিষদ'-এর অন্যান্য সদস্য 'সহ-সভাপতি' হিসেবে মোঃ মুহিদুল ইসলাম (প্রশাসন), ১৫তম ব্যাচ এবং সাগর বিকাশ ভৌমিক (সাধারণ শিক্ষা), ১৮তম ব্যাচ; 'যুগ্ম-সাধারণ সম্পাদক' হিসেবে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (প্রশাসন), ২৭তম ব্যাচ; 'কোষাধ্যক্ষ' হিসেবে মো: জহিরুল ইসলাম (খাদ্য), ২৭তম ব্যাচ; 'সাংগঠনিক সম্পাদক' হিসেবে মোহাম্মদ ইব্রাহিম খলিল (সাধারণ শিক্ষা), ২৫তম ব্যাচ; 'দপ্তর সম্পাদক' হিসেবে মোঃ জোবায়ের খাঁন (সাধারণ শিক্ষা), ৩২তম ব্যাচ; 'সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক' হিসেবে তাসলিমা আক্তার, (সাধারণ শিক্ষা), ৪০তম ব্যাচ; 'ফোরামের সদস্যদের কল্যাণ বিষয়ক সম্পাদক' হিসেবে শাহেদ আহমেদ (কাস্টমস), ২৯তম ব্যাচ; 'উপজেলাবাসীর কল্যাণ (স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান) সম্পাদক' হিসেবে ডা. কামরুন নাহার ভূঁঞা (পরিবার পরিকল্পনা), ২০১৬ ব্যাচ; 'যোগাযোগ ও আইসিটি সম্পাদক' হিসেবে মোঃ নাজিমউদ্দিন (সাধারণ শিক্ষা), ৩৬তম ব্যাচ; নির্বাহী সদস্য' হিসেবে মো: আবুল কালাম (গণপূর্ত), ১৫তম ব্যাচ; মো: বোরহান উদ্দিন (রেলওয়ে ইঞ্জিনিয়ারিং), ২০তম ব্যাচ; মোঃ মনিরুল আলম (প্রশাসন), ২১তম ব্যাচ; মোহাম্মদ আবদুল আউয়াল সরকার (বন), ২২তম ব্যাচ; কাজী ফররুখ আহাম্মদ (অডিট এন্ড একাউন্টস), ২২তম ব্যাচ; মাহফুজ্জামান সরকার (পুলিশ), ৩১তম ব্যাচ; মোঃ মেহেদী হাসান (সাধারণ শিক্ষা), ৩৬তম ব্যাচ; মোঃ মশিমুর রহমান (প্রশাসন), ৪০তম ব্যাচ এবং মোঃ মাহবুব রহমান (পররাষ্ট্র), ৪৩তম ব্যাচ নির্বাচিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.