জিপিএইচ ইস্পাত লিমিটেড এর ১৮তম বার্ষিক সাধারণ সভা ১২ ডিসেম্বর ২০২৪ বিকেল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির।
এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান এবং মোঃ আব্দুল আহাদ, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ, পরিচালক (গ্রুপ) সাদমান সাইকা সেফা, পরিচালক (স্ট্রাটেজি এন্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফীক সাদাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ মোক্তার হোসেন তালুকদার এফসিএ, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম এফসিএ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক এফসিএমএ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এইচএম আশরাফউজ্জামান এফসিএ এবং কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন। কোম্পানি সচিব মোঃ মোশাররফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উক্ত সভায় জিপিএইচ ইস্পাত লিঃ এর ৩০ জুন ২০২৪ইং তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০% নগদ লভ্যাংশ (শুধু সাধারন শেয়ারহোল্ডারদের জন্য) অনুমোদিত হয়। এছাড়া, কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে এক হাজার পাঁচশত কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব ও কোম্পানির বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য পাঁচশত কোটি টাকা পর্যন্ত নন-কনভার্টেবল, কিউমুলেটিভ, রিডিমেবল এবং নন-পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।স্বাগত বক্তব্যে সভার সভাপতি মোঃ আলমগীর কবির বলেন, অর্থনৈতিক মন্দা এবং বিরাজমান অস্থিতিশিল রাজনৈতিক পরিবেশের চ্যালেঞ্জ সত্বেও যুগান্তকারী উদ্ভাবিত পন্য GPH Quantum B600CR, GPH Quantum B600DR বাজারে প্রতিষ্ঠিত হয়েছে। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে স্টিল সেক্টরে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পেয়েছে। আগামীতে আমরা উদ্ভাবন, গবেষনা ও উন্নয়ন, গুনগতমান নিশ্চিতকরণ এবং গ্রাহক সন্তুষ্টির উপর দৃষ্টি অব্যাহত রাখব, এতে আমাদের শেয়ারহোল্ডারগণ দীর্ঘ মেয়াদে লাভবান হবে।গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ডলারের দাম, এলসি কমিশন, এলসি মার্জিন বৃদ্ধিসহ ব্যাংক সুদের হার ৯% থেকে বেড়ে ১৪-১৫% উপনিত হয়েছে। এছাড়াও, বিদ্যুৎ এর দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাসের দাম ৩ গুন বেড়ে গেছে, যার ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এতদসত্বেও ব্যয় ব্যবস্থাপনা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধির বিষয়ে সজাগ দৃষ্টি থাকায় আলোচ্য বছরে জিপিএইচ ইস্পাত লিমিটেড যথাযথ আর্থিক ফলাফল প্রদর্শন করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরে জিপিএইচ ইস্পাত মূল্য সংযোজন কর (ভ্যাট), কর্পোরেট ট্যাক্স, উৎস কর, সম্পূরক শুল্ক (এসডি), কাষ্টমস্ শুল্ক এবং বিবিধ রেজিষ্ট্রেশন ফি হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৪২০.২২ কোটি টাকা জমা করেছে। তিনি জিপিএইচ ইস্পাতের প্রতি সমর্থন ও আস্থা রাখার জন্য সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সরবরাহকারী, সরকারী কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, জিপিএইচ একটি রেফারেন্স প্ল্যান্ট যা পরিদর্শন করতে ভারত, আমেরিকা, জাপান সহ বিভিন্ন দেশের বিশ্বখ্যাত কোম্পানী এবং এর কর্মকর্তারা এসেছেন। তিনি বলেন, জিপিএইচ ইস্পাতের টপ ম্যানেজমেন্ট এখন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, সেলস এন্ড মার্কেটিং, বিস্তৃত করার জন্য তৃণমূলে স্টকহোল্ডারদের সাথে সংযোগ স্থাপন করছে। অন্যান্যের মধ্যে স্বতন্ত্র পরিচালকদ্বয় শফিউল আলম খান চৌধুরী এবং মুখতার আহমেদ সভায় মূল্যবান বক্তব্য রাখেন।