বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের ২২ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সম্মাননা প্রদানের মাধ্যমে গত ১২ ডিসেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের তৃতীয় অধিবেশন। ইউনাইটেড গ্রুপ এর সৌজন্যে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এর সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সম্পৃক্ততায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই ফ্ল্যাগশিপ উদ্যোগটি আয়োজন করে। এই বছর ২৪টি বিভাগে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়।
এই বছর, বাংলাদেশের ব্যবসায়িক খাতের বৈচিত্র্যময় এবং গতিশীল প্রকৃতিকে প্রতিফলিত করে, ৩৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৮৭টি মনোনয়ন জমা পড়ে । দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড নিবিড়ভাবে মনোনয়ন গুলো পর্যালোচনা করে বিজয়ীদের বাছাই করেন।
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ এর পূর্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ, ৮ম লিডারশিপ সামিট। লিডারশিপ সামিটের এবারের থিম ছিলো "ইনোভেট, ইন্সপায়ার, লিড : দ্য পাথ টু ৫x গ্রোথ।“
আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উদ্ভাবন এবং নেতৃত্ব শুধু আকাঙ্খা নয়, প্রয়োজন। লিডারশিপ সামিট এবং বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪ সাহসী স্বপ্নদর্শীদের উদযাপন করে যারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে । এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে অনুপ্রাণিত করার সাথে সাথে পরিবর্তনের অগ্রভাগে থাকা ব্যক্তিদের সম্মান জানাই । একসাথে আসুন আমরা উদ্ভাবন ও সততার সাথে নেতৃত্ব প্রদান করি এবং জাতির জন্য টেকসই এবং রূপান্তরকারী বৃদ্ধির পথ তৈরি করি।"
এবারের সামিটে দুটি কিনোট সেশন ও ১টি প্যানেল ডিসকাশন ছিল, যেখানে বিশেষজ্ঞরা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য তুলে ধরেছেন নিজ নিজ জ্ঞান, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা।
প্রথম কি-নোট সেশনটি পরিচালনা করেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক পাশা মাহমুদ। "বিজনেস ৫x: আনলকিং এক্সপোনেনশিয়াল গ্রোথ অপারচুনিটিস" শীর্ষক প্যানেল ডিসকাশন টি পরিচালনা করেন শেহজাদ মুনিম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, লিনডে বাংলাদেশ লিমিটেড; এবং মেন্টর, লিডারশিপ একাডেমি। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি; আব্দুল্লাহ হিল রাকিব, ম্যানেজিং ডিরেক্টর, টিম গ্রুপ; হাসান জাফর চৌধুরী, চিফ অপারেটিং অফিসার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি.; এবং মুনাওয়ার মিসবাহ মঈন, গ্রুপ ডিরেক্টর, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড।। দ্বিতীয় কিনোট সেশনটি উপস্থাপন করেন টেরি (তারিন) আনোয়ার, প্রেসিডেন্ট এবং সিইও, জে গেইনস অ্যান্ড কোম্পানি।
সামিটটির মূল অংশে বক্তারা নেতৃত্বের চ্যালেঞ্জ এবং সুযোগ, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্পোরেট গভর্ন্যান্স এবং সাংগঠনিক সংস্কৃতি গঠনসহ বহুমুখী বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনা শ্রোতাদের অনুপ্রাণিত করে তুলেছে ।
৮ম লিডারশিপ সামিট এবং ৩য় বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগ; সৌজন্যে- ইউনাইটেড গ্রুপ, সঞ্চালনায়- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং সম্পৃক্ততায়- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। নলেজ পার্টনার– মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ (এমএসবি); একাডেমিক পার্টনার – বিবিএফ একাডেমি; টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড; পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh