× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

ডেস্ক রিপোর্ট।

১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পিএম । আপডেটঃ ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত

হিমালয় কন্যা পঞ্চগড়, টানা তিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ এবং হিমশীতল বাতাসে কাঁপছে। এতে বিপর্যস্ত অবস্থায় পড়েছে উত্তর অঞ্চলের এই জেলার মানুষ। 


আজ (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে টানা মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে সীমান্তবর্তী জেলার মানুষের মধ্যে।


এই অঞ্চলে হিমালয় পর্বত কাছাকাছি হওয়ায় পাহাড়ি বাতাসের কারণে শীতের তীরবতা অনেকগুন বেশি। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষরা। যদিও তিন ধরে তীব্র শীত পড়ছে, তবে সকাল ১০ টার পর রোদের কারণে শীতের প্রভাব সেরকম থাকছে না। টানা শীত ও কুয়াশার ফলে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। 


জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে বলেন, আজ (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়


গতকাল (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি ও গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.