× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড

একটি সরকারী প্রতিষ্ঠান; অভূতপূর্ব সাফল্য

নিজস্ব প্রতিবেদক।

১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশের একমাত্র ঔষধ শিল্প প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানের বাংলাদেশের জনগনের জন্য বিশাল কিছু গুরু দায়িত্ব রয়েছে। স্বাস্থ্যখাতে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো যেমন, সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র , কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনা চিকিৎসাকেন্দ্র এই সবগুলোর ঔষধের জন্য যে বাজেট তার ৭০% অর্থের পরিমানে ইডিসিএল এর বিভিন্ন ঔষধ উৎপাদনের প্ল্যান্ট থেকে ঔষধ উৎপাদন করতে হয়। 

এই সফলতার পিছনে বেশ কয়েকটি কর্মযোগ্যতার কথা উল্লেখ করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এহ্সানুল কবির জগলুল বলেন, প্রথমত আমি দায়িত্বপ্রাপ্ত হয়েই দুইটি গুরুত্বপূ্র্ণ প্রকল্প বগুরা ও গোপালগন্জ এর কাজ হাতে নিয়ে সফল ভাবে সম্পাদন করি। বগুরার যে প্রকল্পটি Cephalosporin প্রকল্প, সেটি কোভিডের আগে সম্পাদন হয় এবং এই প্রকল্প থেকে উৎপাদিত ঔষধ কোভিডের সময় গুরুত্বপূ্র্ণ ভূমিকা রাখে। 
আমি বোর্ডের সাথে আলোচনা করে ইডিসিএল এর কর্মকর্তা,কর্মচারীদের বেতন প্রায় দিগুন করি। কর্মকর্তা,কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য একজন চিকিৎসকের নেতৃত্বে চিকিৎসা সেবা কেন্দ্র চালু করি। ইডিসিএল এর ঢাকা শাখায় কর্মকর্তা ও শ্রমিকদের জন্য যাতায়াতের সুবিধার জন্য পরিবহন ব্যবস্থা চালু করি। এই ব্যবস্থা ইডিসিএল এর সকল স্তরের কর্মচারীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। ইডিসিএল এর কাচাঁমাল এবং অন্যান্য যন্ত্রপাতিসহ বিভিন্ন সরঞ্জাম সংরক্ষনের জন্য কোন রক্ষনাবেক্ষনের স্টোর ছিলনা। এব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করি এবং সরকারের কাছ থেকে ইডিসিএল এর ঢাকা শাখার পাশেই জমি অধিগ্রহন করি। মধুপুরে ইডিসিএল শাখার রাবার বাগান অবস্থিত। সেখানের শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করতো। সেখানকার শ্রমিকদের থাকা খাওয়ার জন্য চারটি ডরমেটরী স্থাপন করি।

অর্থনৈতিকভাবে ইডিসিএল প্রশংসনীয় সফলতা অর্জন করে বলে তিনি জানান, আমি দায়িত্ব নেওয়ার সময় ইডিসিএল এর বার্ষিক বিক্রয়মাত্রা ছিল তিনশত (৩০০) কোটি টাকার মতো। বর্তমান বছরে এই বিক্রয়মাত্রা চারগুণ বেড়ে বারশত (১২০০) কোটি টাকার মতো হয়েছে। প্রতি বছরে লাভ হয়েছে প্রায় দুইশত ( ২০০) কোটি টাকা। উল্লেখিত কার্যাবলী সম্পাদন করার জন্য বিভিন্ন স্তরের মানুষের কর্মের ব্যবস্থা করতে হয়েছে। আমার নেতৃত্বে সর্বশেষ এই যুগের চাহিদা অনুযায়ী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় জমি অধিগ্রহনসহ ভ্যাক্সিন প্রকল্পের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমি মনে করি সরকারের বিনিয়োগকৃত একটি প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য সফলতা এই প্রতিষ্ঠান উদাহারণ হয়ে আছে। 

ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটির বর্তমান ভাবমুর্তি অক্ষুন্ন রাখতে সকলকে সহযোগিতা করতে আহবান জানান সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এহ্সানুল কবির জগলুল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.