পাকস্থলীর
ভেতরে ৩৫৮৮ পিস ইয়াবা বহন করে পাচারকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পলাশ নামে ২৮ বছর
বয়সী এক যুবক আটক হয়েছেন।
গত সোমবার
(১৬ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা ফেরার পর বিমানবন্দরে
এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে গ্রেপ্তার হন পলাশ।
আজ
(১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি
শিহাব কায়সার খান।
এপিবিএন জানিয়েছে,
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে নভোএয়ারের একটি ফ্লাইটে পলাশ কক্সবাজার থেকে ঢাকা পৌঁছান।
তাকে দেখে সন্দেহের ভিত্তিতে প্রথমে আটক করা হলে পলাশ জানান তার পেটের ভেতর বিপুলসংখ্যক
ইয়াবা রয়েছে। এরপর তাকে এপিবিএন নিয়ে আসা হয়। সেখানে এয়ারপোর্টের কর্তব্যরত চিকিৎসক
পরীক্ষা শেষে জানায় পলাশের পেটে ৭৮টি ডিম্বাকৃতির বস্তুর সন্ধান পাওয়া গেছে।
এরপর গতকাল
(১৭ ডিসেম্বর) তাকে রাজধানীর কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এনে
তাকে মলত্যাগ করানোর মাধ্যমে পায়ুপথ দিয়ে কালো রংয়ের টেপ পেঁচানো ৭৮ পোঁটলা ইয়াবা বের
করা হয়। সেগুলো খুলে গণনা শেষে দেখা যায় সর্বমোট ৩৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।
আটক পলাশ
জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি, পাচার পরিবহণ ইত্যাদির সঙ্গে সংযুক্ত আছেন।
এ বিষয়ে বিস্তারিত
জানতে চাইলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার
খান গণমাধ্যমকে বলেছেন, পলাশকে সোমবার (১৬ ডিসেম্বর) আটক করা হলেও তার পেটে থাকা মাদক
আমরা বের করতে সক্ষম হয়েছি গতকাল (১৭ ডিসেম্বর)। এগুলো করতে করতেই ভর হয়ে যায়। এ কারণেই
আজ (১৮ ডিসেম্বর) বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।