× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম

দেখে নিন আজকের রাশিফল!


মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: টিউন ইন করতে গিয়ে টিউনিং করতে হচ্ছে? কারো সাথে ট্যুইনিং হচ্ছে না? আপনি সারাদিন স্যাড সং শোনেন আর এই শীতে লম্বা লম্বা জামাকাপড় পড়ে এমনভাবে লাইটে হাঁটেন যেন ছায়ায় বিশাল কিছু একটা নয়্যার ভাইব পাওয়া যায়? ভালই তো কাটাচ্ছে শীতটা! শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।


বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনাকে তুমি কোন ‘দোকানের চাউল খাও?’ প্রশ্ন করা লোকগুলো ঠিক কেন প্রুশ্ন টা করে? তারাও কি ঐ দোকানের চাউল খাবে? নাকি আপনার কর্মদক্ষতা প্রশ্নের মুখে? এই শীতে এসব ভাবতে ভাবতে কপাল ঘেমে গেলে এক কাপ চা খেতে পারেন। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ লাল।


মিথুন [২১ মে-২০ জুন]: হয়তোবা পরে হবে লিস্ট টা টনে বের করে একটা সেরে ফেলুন, এটা আপনার জন্যু ভাল সময়। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ তামাটে।


কর্কট  [২১ জুন-২০ জুলাই]: জাগরণ ঘটান সুপ্ত ঘাড়ত্যাঁড়া স্বত্ত্বার। আপনার আশেপাশে বান্দর বাড়সে। সোজা ঘাড়ে বসে আপনার চুল টানবে। তাই ঘাড় ত্যাঁড়া রাখুন, বাঁদরামি থেকে বাঁচুন। শুভ সংখ্যাঃ ১২৩। শুভ রংঃ গোলাপি।


সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: দোকানে ভুল করে বড় নোট দিয়ে ভাঙতি না নিয়ে চলে আসবেন। এবং তাও অপরিচিত দোকান থেকে, এখন আপনি সাসপেন্স বং কনফিউশনের মধ্য দিয়ে যাচ্ছেন পাবেন? না পেলে কি করবেন? শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ বেগুনি।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: ডিসেম্বর ভাইব নিতে গিয়ে নাক দিইয়ে পানি পড়ছে? গরম গরম খেজুর রস খান। ওপরে মুড়ি ছিটিইয়ে নিতে পারেন। শুভ সংখ্যাঃ ৮৮৮। শুভ রংঃ নীল।


তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: স্বাস্থ্যহানি ঘটবে। যত্ন নেওয়ার আগেই ফাপরে পড়বেন। এতে বেশকিছু টাকাও বেরিয়ে যাবে। উত্তরণ নাই উত্তরে, দক্ষিণে দেখতে পারেন। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ কালো।


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বাজারে ঠকবেন। বাসায় এসে অযথা বকা খাবেন। দিনের শুরুটা কেমন জানি, বিকেলে একটু চা-পানি সব কিছু কেমন জানি। শুভ সংখ্যা ৯। শুভ রংঃ কালো।


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আসল যন্ত্রণা ঘাড় থেকে নামবে না যতক্ষণ না আপনি বেহুদা ঘাড় সোজা করে রাখবেন। একটু লাড়ুন ভায়া। শুভ সংখ্যাঃ ৯০০। শুভ রংঃ সবুজ।


মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: নীল নীল সব কাপড় চোপর ফেড হয়ে আকাশী হয়ে গেছে আপনার চাই স্বপ্নের মত গাড় নীল। সমুদ্রে যান। সময় বের করে অবশ্যই যান। শুভ সংখ্যাঃ ৫৫৫। শুভ রংঃ লাল।


কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: বিনিয়োগে বৃদ্ধি নাই, সঞ্চয়ে ধৈর্য্য চাই। খিচ খান! স্রোত বুইঝা! শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম বাঁধতে চলেছে, লাভ নাই টাইম নাই আর বহুত ছিল ঝামেলা মিটান নাই, এখন করেন গ্যাঞ্জাম। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সোনালি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.