× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮ পিএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!


মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: বদহজম সংক্রান্ত জটিলতা ভোগাবে আজ। আত্মীয়স্বজনের কাছ থেকে হঠাৎ ভিন্ন রকম ব্যবহার পাবেন। রাত বাড়লে হাঁটুর পুরনো ব্যাথাটা বাড়বে। সময় করে ডাক্তারের চেম্বার থেকে ঘুরে আসুন। শুভ সংখ্যাঃ ২৫। শুভ রংঃ লাল।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: প্রতিবেশীদের ছোটোখাটো জ্বালাতন থেকে বাঁচতে বড়সড় জ্বালাতন করুন। তবে প্রত্যক্ষভাবে। এরপর দোষ চাপান অন্যদের ঘাড়ে। রাজনীতির প্র্যাকটিসটা নিজের বাসা থেকেই শুরু করুন। বিল্ডিংয়ের মুরুব্বীরা অলস বসে বিরক্ত হচ্ছে। তারা এই সুযোগে বিল্ডিং কমিটির মিটিং ডাকবেন। একটা হেস্ত নেস্ত হবে। সবশেষে থাকবে গরম গরম চা! শুভ সংখ্যাঃ ২০। শুভ রংঃ গোলাপি।

 

মিথুন [২১ মে-২০ জুন]: পাওনা টাকা আদায়ে বিবাদে জড়াবেন। দুর্ভাগ্যবশত মেজাজ হারিয়ে আপনিই মানুষের চোখে খারাপ হবেন। তবে তারা কিন্তু আপনার বিল পরিশোধ করে দেবে না। তাই টাকা টা আদায় করে বাড়ির পথ ধরুন। তবে দীর্ঘমেয়াদি বিবাদে জড়াবেন না। শুভ সংখ্যাঃ যত টাকা পাওনা আছে তত। শুভ রংঃ কালো।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: গোলাপ হাতে শুভেচ্ছা জানাতে গিয়ে কাঁটার আঘাত পেয়ে ফিরে এসেছেন সে খবর কেউ রাখেনি? এত অল্পতে অ্যাটেশন খোঁজেন কেন ভাই? কাঁটা স্থানে জীবাণুনাশক মলম লাগান। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: শীতের সন্ধ্যায় আমার তোমার কি কোথাও হারিয়ে যাওয়ার কথা? এটা অর্ণবের একটা গানের লাইন। চিনি বেশি করে এক কাপ চা বানিয়ে গানটি খুঁজে শুনতে পারেন। আর হ্যাঁ আপনার আর আরেকজনের এই শীতের সন্ধ্যায় কোথাও হারিয়ে যাওয়ার কথা আছে কিনা জানা নেই তবে অসাবধানে টাকা পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুভ সংখাঃ মাইনাস ৫০০। শুভ রংঃ বেগুনি।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: গুরুত্বপূর্ণ একজনকে জন্মদিনের উইশ করতে ভুলে যাবেন। যা আপনার আর সেই ব্যক্তির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ লাল।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কিছুটা সামাজিক, কিছুটা পারিবারিক, কিছুটা সাংস্কৃতিক, কিছুটা রাজনৈতিক তবে বাকিটা ব্যক্তিগত। এই বাকিটুকুর জন্য সময় রেখেছেন কিছু? শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ লাল।


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: জ্বী আপনাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছি। কি ভেবেছিলেন কি বৃশ্চিক রাশির জায়গায় আপনাকে না নিয়ে সিংহ রাশির জাতক/জাতিকা দের নিয়ে কথা বলব? তাহলে সিংহ রাশিরটাই পড়ুন। নদীর ওপাড়ের ঘাস একটু বেশিই সবুজ লাগে সবসময়। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সবুজ।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: কিছুটা সময় কনফিউশনে কাটবে যে অ্যালার্জির ওষুধ খেয়ে চিংড়ি মাছের ভুনাটা খেয়ে নেবেন নাকি খেয়ে তারপর অ্যালার্জির ওষুধ খাবেন। কনফিউশনের মাঝখানে দেখবেন চিংড়ি খেয়ে ফেলেছেন এদিকে রাত হয়ে গেছে ফার্মেসীও খোলা নেই। এখনি যান। শীতের রাত। আরও কতো কিছুই লাগতে পারে। শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ সাদা।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: সান্ধ্যকালীন আড্ডায় কথায় না পেরে গজগজ করতে করতে বাড়ি এসে দেখেন দুপুরে রান্না করা মুরগির প্রিয় পিসটা রাতের জন্য খাবেন রেখেছিলেন সেটা কেউ খেয়ে নিয়েছে। হুম, মেজাজ ঠাণ্ডা কিভাবে করতে হয় সে জ্ঞান আজ নাই দিলাম। জ্ঞান দেখে পরে ফোন/ পিসি/ ল্যাপটপ ভেঙে ফেলবেন। আরও বিপদ। এরচেয়ে নিজজ্ঞানে দেখুন কিভাবে কি করা যায়। শুভ সংখ্যাঃ ৪২১। শুভ রংঃ সাদা।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: এই সন্ধ্যাবেলা রাশিফল খুলে বসেছেন আপনি তো মশাই মহাবেকার!  ওহ ভুলেই গিয়েছিলাম আজ সরকারি ছুটি। আজ আপনার বন্ধুরা ফোন ধরবে না দেখবেন। শুভ সংখ্যাঃ ৩৩৩। শুভ রংঃ লাল।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: সিঙ্গেল অবস্থায় শীতকালটা পানসে যাচ্ছে? আপনাদের জন্ম সময়টা তো বাংলাদেশে বসন্তকাল। আসছে ফাল্গুনে হবেন নাকি দ্বিগুণ? লুঙ্গি কাছা দিয়ে নেমে পড়ুন। শুভ সংখ্যাঃ  ১+১=২। শুভ রংঃ গোলাপি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.