× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!



মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: সাতসকাল এসব আর ভাল লাগছে না বলে বারোটার সময় উঠে রিল্যাক্সে কাজে যাচ্ছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করুন। বহু মানুষের চোখের পাতা রাত থেকে আসলেই ‘সাত’ সকাল অবধি খোলা কাজের আশায়। আপনি দ্বিতীয় দলের লোক হলে আপনার জন্য নতুন বছরে ভাল কিছু করার একটা সুযোগ আছে আপনার। তবে ওতে পয়সা আছে কিনা বা কত আছে তা বলতে পারলাম না স্যরি। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ রোদজ্বলা ক্যালানকোয়ি পাতার রং।


বৃষ [২১ এপ্রিল-২০ মে]: সেনাবাহিনীর ব্যপক ধরপাকড়ে ধরা পড়ার ভয় আপনি করছেন কেন বলুন তো? আপনার মনে হয় ঘাপলা আছে! ঘাপলামুক্ত থাকুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ লালচে হলুদ।


মিথুন [২১ মে-২০ জুন]: রিল্যাক্সে কাটান বছরের শেষ দুটো দিন। সারাটা বছর এভাবেই উড়িয়ে দিয়েছেন। এই দুই দিনে আর কি বদলাবেন? আপনি কি চান বদলাক? শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ লাল।


কর্কট  [২১ জুন-২০ জুলাই]: দুপুরের ঝিমুনিতে আবছাভাবে মৃত কোন স্বজনকে দেখতে পাবেন। শুভ সংখ্যাঃ ৭৮। শুভ রংঃ হলুদ।


সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: কি করছেন আজকাল কেউ যখন এই প্রশ্ন জিজ্ঞেস করে? কেন পেশার কথা আসে শখের কথা আসে না? অথবা কেন বলেন না আজকাল আপনি পরকীয়া করছেন? কারণ কি সে বিশ্বস্ত নয়? নাকি আপনি পরকীয়া করেন না? আচ্ছা এটা তো বলতে পারেন আজকাল খুব বেশি সময় ঘুমিয়ে কাটাচ্ছেন? শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ নীল।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: কন্যা রাশির জাতক/জাতিকারা আজ কোনো কারণ ছাড়াই এ জায়গা বেজায়গা থেকে ধমক খাবেন। তবে পালটা কিছু বলবেন কিনা কিংবা কিছু করবেন কিনা সেটা না ভেবেই করে ফেলুন। দেখেন পরে কিছু হলে আমার কিছু করার নেই। দেখেন যেটা ভাল মনে করেন আরকি।


তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: ভাল হইতে পয়সা লাগে না এইটা যখন কোন একটা স্কিল ট্রেনিং এ যাবেন, তখন পেমেন্ট করার সময় বলবেন দেখেন কজটা তো আমি ভাল পারি না তাই এ কাজে আমি ভাল হতে এসেছি, কিন্তু ভাল হতে তো পয়সা লাগে না। শুভ সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ কালো।


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: সম্পর্কে টানাপোড়েন আসবে মারাত্মক, একজন টেনে ধরে ছিড়তে যাবে, আরেকজনকে কিন্তু আলগা করে ছেঁড়া থামাতে হবে। শুভ সংখ্যাঃ ২। শুভ রংঃ লাল।


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]:  মানুষের টাকা এক দিক দিয়ে আসে আরেক দিক দিয়ে যায়, আপনার কয়েক দিকে যায় আপনি নিজেও জানেন না। দ্রুত লিকেজ পরীক্ষা করান। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সাদা।


মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আলগা পিরীত দেখানোর কিছু নাই, নিজের কাজ ঠিকমত করুন। তবে জনৈক কবি বলেছেন, “পিরিতী পিরিতী, পিরিতী পিরিতী, পিরিতীর রীতিনীতি শেখাও সজনী গো! পিরিতী আজও শিখলাম না”। আপনি দ্রুত শিখে ফেলুন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রং আসমানী।


কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: আপনি প্রাক্তনের ফাঁদে পড়েছেন। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ হলুদ।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: বিচ্ছিন্নতায় সফলতা নেই। সংযোগে সাফল্য। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ কালো। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.