× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

০১ জানুয়ারি ২০২৫, ১৭:০৫ পিএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৫, ১৭:০৮ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: বছরের প্রথম দিনটা রিল্যাক্সে কাটাবেন। অফিস থাকলেও রিল্যাক্সে থাকবেন তবে দায়িত্ব পালনে যেন গড়িমসি না হয়। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ হলুদ।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: যা কিছু ভাল সবটা কি বছরের প্রথম দিনেই চান? অপেক্ষা করুন না! আরও তো ৩৬৪ দিন বাকি আছে। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ হলুদ।

 

মিথুন [২১ মে-২০ জুন]: কি করছেন জানুয়ারীর অলস এই বিকেলে? সন্ধ্যায় একটা চায়ের দাওয়াত পাবেন। গিয়ে দেখবেন কাবাব ও আছে! শুভ সংখ্যাঃ ৮। শুভ রংঃ কালো।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: জানতাম আজকে তারিখ লিখতে গিয়ে ভুল করবেন। এটা আগামি তিনমাস চলবে। খেয়াল কইরা।   শুভ সংখ্যাঃ ২০২৫। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সব আলো নিভে গেলেও গতকাল সারারাত চলেছে আতশবাজির ঝলক। ঘুমটা ভাল হয়নি? একটু ঝিমিয়ে নিন মাগরিবের আগেই। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: রোদ উঠে গেছে তোমাদের নগরীতে... গেয়েছেন শিরোনামহীন  ব্যান্ডের সাবেক ভোকাল তুহিন ভাই। কিন্তু উত্তরবঙ্গ কিন্তু কথা রাখেনি। ঢাকাতেও আজ রোদ উঠতে উঠতে বিকেল গড়িয়ে গেছে। তাই প্লে লিস্ট বদলান। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ সাদা।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: যা কিছু সাবেক, সেগুলোর সবই কি বিবেকের তাড়নায় হয়েছে? নাকি আবেগের তাড়নায়? পুনঃবিবেচনা করুন। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ কালো।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: নতুন বছরে রাজনীতিতে জড়িয়ে পড়ার আগে ব্যাকআপ রেডি রাখুন। যাতে আগে ভাগেই পালাতে পারেন। আর সৎপথে রাজনীতি করার নিয়ত করুন। যাতে পালাতে না হয়। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ নীল।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: কি করছেন কি ভেবে করছেন নাকি স্রোতের তালে গা ভাসাচ্ছেন।? স্রোতের তোড়ে হারিয়ে যাবেন না। সাবধান। শুভ সংখ্যাঃ ৯৯৯। শুভ রংঃ বেগুনি।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: ছোটাছুটি বাদ দিয়ে স্থির থাকুন। কাঙ্ক্ষিত জিনিস ঘরের দরজায় এসে পৌঁছে যাবে। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ কালো।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: নতুন বছরে নতুন করে আসছে দুঃসংবাদ। তবে সেটা প্রতিপক্ষের দুঃসংবাদ। যা আপনার জন্য সুসংবাদ। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ ধূসর সবুজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.