অনাড়ম্বর পরিবেশে বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি (বিজিআইসি) ২০২৫ সালকে স্বাগত জানিয়ে কোম্পানীর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, এদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ বিজিআইসি’র প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১০২তম জন্মদিনও ছিল ১লা জানুয়ারি। অনুষ্ঠানে তাঁর আদর্শ ও বীমা শিল্পে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব তওহিদ সামাদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। চেয়ারম্যান মহোদয় বিজিআইসি’র উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখার জন্য আরও কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার পরামর্শ দেন।
এসময় কোম্পানীর সম্মানিত পরিচালকবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।