× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১০ কেজি গাঁজাসহ দুই আপন বোন আটক

ডেস্ক রিপোর্ট

০৯ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

ছবিঃ সংগৃহীত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই আপন বোন শিল্পী আক্তার (৪০) ও রিনা আক্তারকে (২৭) আটক করেছে।

গতকাল ( জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় সততা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে দুই বোনকে আটক করা হয়।

আটককৃতরা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের বাসিন্দা। তারা ওই এলাকার মো. নুর ইসলামের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশে সততা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। সময় ওই দুই বোনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা গাঁজা পাচারের কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.