× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি আরব গমনেচ্ছু চালকদের দক্ষতা যাচাই করবে বিআরটিসি

০৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৪ পিএম

বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার দেশ সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে।

বর্তমানে সৌদি আরবে বাসচালক, ট্রাকচালক, ভারী ট্রাকচালক ও ট্রেলার ট্রাক চালকদের চাহিদা রয়েছে।  

এসভিপি এর আওতায় সৌদি আরব গমনেচ্ছু চালকদের দেশটিতে গমণের আগে ‘দক্ষতা যাচাই’ করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। গাজীপুরস্থ বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘দক্ষতা যাচাই’ এর কাজটি করবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের পরিবহন ভবন এর সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন ১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৫৪টি পেশায় ওই ‘দক্ষতা যাচাই’ করা হচ্ছে। বিএমইটির সঙ্গে ‘তাকামল’ এর এ কার্যক্রম সম্পাদনের লক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সে অনুযায়ী বিএমইটি’র নিয়ন্ত্রণাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কর্মীরা ‘দক্ষতা যাচাই’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষ কর্মী হিসেবে বাংলাদেশ থেকে সৌদি আরবে গমন করছে। এরই মধ্যে ১২ হাজারের অধিক কর্মী এসভিপি এর মাধ্যমে সৌদি আরবে গমন করেছে।

চাহিদা বিবেচনায় সৌদি আরবস্থ ‘মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ এর ‘তাকামল’ এর আওতায় স্কিলস ভেরিফিকেশন প্রোগ্রাম (এসভিপি) এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা যাচাই করে সৌদি আরবে পাঠানো হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.