দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: যার আশায় দিন গুনছেন তার প্রসঙ্গে গেলাম না তবে আপনার গণনায় ভুল হচ্ছে। শুভ সংখ্যাঃ ৬৫। শুভ রংঃ সবুজ।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: কাছের
মানুষ কাঁচের জিনিস ছুঁড়ে আঘাত দেবে। এ ধরণের টক্সিক পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ
না থাকলে অন্তত টক্সিসিটির লেভেল কমানোর চেষ্টায় থাকুন।। শুভ সংখ্যাঃ ১১১। শুভ রংঃ সাদা।
মিথুন [২১ মে-২০ জুন]: শ্বাস প্রশ্বাসে বড় ধরণের জটিলতায় ভুগবেন। শুভ সংখ্যাঃ ১৩। শুভ রংঃ গোলাপি।
কর্কট [২১
জুন-২০ জুলাই]: নির্ধারিত
গন্তব্যে পৌঁছে দেখবেন ভুল ঠিকানা পেয়েছিলেন। শুভ সংখ্যাঃ
১২১৬। শুভ রংঃ কালো।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: শেষ
ইন্টারভিউতে তোতলানোর কারণে চাকরি হয়নি? নাকি দক্ষতার অভাব আছে কোনটা? শুভ
সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ হলুদ।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: চায়ে
চিনি খেতে খেতে চিনির ডিব্বার পিঁপড়া গুলোও আপনার পেটে যাচ্ছে। এতে আপনার সাতার শেখা
হবে না, হবে ডায়াবেটিস। তবে
চিনি যদি খেতেই হয় বেশি তবে নিয়মিত সাতার কাঁটুন (না জানা থাকলে দ্রুত শিখে নিন। এতে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। শুভ সংখ্যাঃ ৩৫। শুভ রংঃ গোল্ডেন ব্রাউন।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আপনি
কি জানেন সেটা আমি জানিনা, আপনি জানালেই তবে জানব। কিন্তু আপনি জানবেন এক কিন্তু জানাবেন
আরেক। এতে আমি আবার যাকে জানাব তার ক্ষতি হয়ে যাবে। দোষটা কার আমার না আপনার না তৃতীয়
ব্যক্তির যে তথ্যের সত্যতা যাচাই করেনি? শুভ
সংখ্যাঃ ৫। শুভ রংঃ
কমলা।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আজ
তীব্র শীতে গাড়ির জানলা দরজা আটকানো থাকায় বদ্ধ পরিবেশে বমি করে দেওয়ার সম্ভাবনা প্রবল।
শুভ সংখ্যাঃ ২২। শুভ রংঃ পানির রং (আয়রণ বেশি ওয়ালা পানি)।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: মোটরবাইক
চালানোর সময় আপনি নিয়মিতই ফোনালাপ করেন। তবে আজ একটু সাবধান থাকতে হবে ভাই/বোন।
শুভ সংখ্যাঃ ৪৩। শুভ রংঃ সবুজ।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মকর
সংক্রান্তি কবে গেছে জানেন? গতকালের প্রশ্ন ছিল, জেনেছেন এখনো?
ও আপনি ধুমিয়ে সাকরাইন উৎসব পালন করে জানতে পারলেন এটাকে মকর সংক্রান্তিও বলা হয়! ব্যাপার
না কাকু, হয় এরকম। শুভ
সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ কালো।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: স্বপ্ন
পূরণের পথেই হাঁটছেন। পথটা কিন্তু সরু। ফোকাস ঠিক রাখুন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ
লাল।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: নিজের বর্তমান অবস্থা ভেবে ভেবে যখন আপনার আশেপাশের মানুষগুলোর খোঁজখবর নিয়ে বোধ করছেন আপনি তো তাদের থেকে ভালই আছেন তাই না? এসব বাদ দিতে হবে তাদের আপনার আপনার ভাল থাকারত মাপকাঠি ভিন্ন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ কালো।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh