× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ১৪:১৩ পিএম । আপডেটঃ ২৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৪ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

  

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: প্রত্যন্ত অঞ্চলে প্রতিভা প্রতিযোগিতায় প্রথম হয়ে শহরে এসে প্রাক-বাছাইতেই বাদ পড়বেন। শুভ সংখ্যাঃ ২১। শুভ রংঃ হলদে সবুজ।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আজকের দিনটা দুঃশ্চিন্তায় কাটবে। বোনাস হিসেবে পাবেন দুর্ব্যবহার। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ কালো।

 

মিথুন [২১ মে-২০ জুন]: বিদেশ গমনে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে জটিলতা সৃষ্টি হবে। শুভ সংখ্যাঃ ৪। শুভ রংঃ নীল।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন। কুয়াশাচ্ছন্ন দিনে আজ হেডফোনে 'নীল আকাশের নীচে আমি রাস্তায় চলেছি একা' গানটি শুনে মজা পাবেন না। শুভ সংখ্যাঃ ১৯৪২। শুভ রংঃ সবুজ।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আজ 'মেঘ না চাইতেই বৃষ্টি' পেতে চাইলে দেশের সবগুলো অনলাইন পোর্টালে চলে যান। দেখুন, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ইত্যাদি এলাকায় 'বৃষ্টির মত ঝরছে শিশির'  শিরোনামে প্রচুর খবর পাবেন। শুভ সংখ্যাঃ ৪১। শুভ রংঃ সাদা।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: কাকে তুমি প্রেম বল? বল ইতিহাস? এটা 'লীলা' ব্যান্ডের একটি গানের লাইন। আপনি এ ব্যাপারে জানতে চাইলে একটা কাজ করতে পারেন। আজ অনলাইনে খুঁজে দেখুন একটা সংবাদ পাবেন, স্বামীকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাকে খুন করার দায়ে ১৬ বছরের এক বউ ১০ বছরের আটকাদেশ পেয়েছে। খবরটা পড়ে ভাবুন একে কি বলবেন। প্রেম না ইতিহাস?  শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ রূপালি।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: যেখানেই থাকেন আজ, যান যতদুর, খেয়াল করে ফোনে চার্জ ফুল রাখবেন। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ লাল।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: গোসল আজ আপনাকে করতেই হবে, নইলে সামাজিক বিড়ম্বনায় পড়বেন। মাউন্টেন ডিউ খেয়ে ভয় কে জয় করে পানিতে নেমে পড়ুন। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ কালো।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: শেষ হাসি টা কে হাসবে আপনি? না আপনার প্রতিপক্ষ? হারজিত যারই হোক, হাসি আজ কারও মুখেই থাকবে না। কারণ 'ঠোঁট ফেটেছে শীতে'।  শুভ সংখ্যাঃ ৮১। শুভ রংঃ হলুদ।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: লিভার সিরোসিস ঘনিয়ে আসছে। তবে ঘন কুয়াশায় ফেরী চলাচল বন্ধ থাকায় সেটা পিছিয়ে পড়েছে। এই সুযোগে দ্রুত চেক আপ করান আর খাদ্যাভ্যাস বদলান। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ নীল।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পীত রং শব্দটার উৎপত্তি কি পিতলের রং থেকে? আজ একটু কষ্ট করে জেনে নিন তো। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ পীত রং।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে ছোটখাট একটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ সোনালি।

বিষয় : রাশিফল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.