× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইডিএলসি ফাইন্যান্স এর শরীয়াহ অর্থায়ন উইন্ডো-আইডিএলসি ইসলামিক এর সূচনা

২৩ জানুয়ারি ২০২৫, ১৫:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি তাদের শরীয়াহ অর্থায়ন উইন্ডো ‘আইডিএলসি ইসলামিক’-এর আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি ২০২৫ সালের ২১ জানুয়ারি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়, যেখানে শরীয়াহ বিশেষজ্ঞ, সম্মানিত অতিথি, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং প্রধান অংশীদারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী। এছাড়া আইডিএলসি ফাইন্যান্স এর চেয়ারম্যান জনাব আজিজ আল মাহমুদ, আইডিএলসি ফাইন্যান্স এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের (সিএসবিআইবি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, আইডিএলসি’র শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ মানজুরে ইলাহী এবং অন্যান্য শরীয়াহ বিশেষজ্ঞ ও অংশীদারদের উপস্থিতি এবং বক্তব্য অনুষ্ঠানের তাৎপর্য বৃদ্ধি করে। সন্ধ্যায় “শরীয়াহসম্মত অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন” বিষয়ক একটি বিস্তারিত উপস্থাপনা এবং প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যেখানে শরীয়াহ অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসি ইসলামিক এর ভূমিকা এবং সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
 
আইডিএলসি ইসলামিক একটি শরীয়াহসম্মত অর্থায়ন ব্যবস্থা যা আইডিএলসি’র স্বচ্ছ ও শরীয়াহ-সম্মত আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে বাংলাদেশে শরীয়াহসম্মত আর্থিক সেবাসমূহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা হবে। এর সেবাসমূহের মধ্যে রয়েছে মুদারাবা আমানত, যা ব্যক্তি ও প্রতিষ্ঠান এর জন্য বিভিন্ন মেয়াদি এবং মাস-ভিত্তিক আমানত সেবা প্রদান করে। এছাড়া শরীয়াহসম্মত অর্থায়ন যেমন ইজারা মুনতাহিয়া বিত তামলিক (আইএমবিটি) এবং মুরাবাহা যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কর্পোরেট এবং ব্যক্তিগত অর্থায়নের প্রয়োজন মেটাতে বিশেষভাবে তৈরী করা হয়েছে।
 
অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, “আইডিএলসি ইসলামিক আমাদের শরীয়াহ ভিত্তিক এবং টেকসই আর্থিক সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের গ্রাহকদের বহুমুখি চাহিদা পূরণকল্পে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সুশাসন এবং শরীয়াহ নীতিপরিপালনের প্রতিশ্রুতি।”
 
আইডিএলসি ইসলামিক একটি দক্ষ শরীয়াহ সুপারভাইজরি কমিটির (এসএসসি) তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা নিশ্চিত করে যে এর আর্থিক সেবা ও প্রক্রিয়াগুলো শরীয়াহ নীতিমালা অনুসারে পরিচালিত। এই নতুন উদ্যোগটি আইডিএলসি’র স্বচ্ছতা এবং প্রশাসনিক দক্ষতার ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
 
অনুষ্ঠানে আইডিএলসি ইসলামিক-এর লোগো উন্মোচন করা হয়, যা শরীয়াহসম্মত এবং টেকসই আর্থিক ব্যবস্থার প্রতি আইডিএলসি’র প্রতিশ্রুতির প্রতীক। এছাড়া অতিথিরা নাশীদ পরিবেশনা উপভোগ করেন এবং আইডিএলসি ইসলামিক নিয়ে তাদের প্রত্যাশা ও অভিজ্ঞতা ব্যক্ত করেন যা এই নতুন আর্থিক প্রস্তাবনার প্রাসঙ্গিকতা এবং সময়োপযোগিতাকে তুলে ধরে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.