× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ সফরে দেওবন্দের প্রধান শিক্ষক আরশাদ মাদানী

ধর্ম ডেস্ক।

২৩ জানুয়ারি ২০২৫, ১৬:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গতকাল (২২ জানুয়ারি) পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক) ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী।

রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী বিষয়টি জানিয়েছেন।

ঢাকার মানিক নগরের মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরানুল বারী বলেন, গতকাল (২২ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আজ (২৩ জানুয়ারি) বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারী জলসায় বয়ান করবেন সফররত আরশাদ মাদানী। জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারী মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় উদ্দেশ্যে রওনা দেবেন। ভুইগড় মাদ্রাসায় দুপুরের খাবার বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশে রওনা। সেখানে খতমে বুখারী মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার রাতযাপন।

শনিবার হেলিকপ্টারে করে গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। ২৬ জানুয়ারি রবিবার তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.